সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৮ ডিসেম্বর: অবশেষে বাঘিনী জিনাত ঘুম পাড়ানি গুলিতে ঘায়েল কি না তা নিয়ে ধন্দে পড়েছে বন কর্তারা। পুরুলিয়া ছেড়ে জিনাত যে বাঁকুড়ার মুকুটমণিপুরের গোসাইডিহি এলাকায় ঢুকে পড়েছে তা রেডিও কলার থেকেই বন কর্তারা জানতে পারেন।তারপর দিনভর তার খোঁজে জোর তল্লাসি চালানো হয়।এর আগেই গোসাইডিহির রাস্তায় বাঘের পায়ের ছাপ দেখতে পায় স্থানীয় লোকজন। আজ দুপুরের পর বনদপ্তরের চালানো ড্রোনে ধরা পড়ে জিনাতের অবস্থান।বনকর্মীদের লেন্সে তার ছবি পাওয়ার পর ঘুমপাড়ানি গুলি চালানো হয়।বনকর্তাদের অনুমান, ঘুম পাড়ানি গুলিতে কাবু জিনাত। কিন্তু তারা এখনও নিশ্চিত হতে পারছেন না বলেই জানাগেছে।
এদিকে পিকনিকের ভরা মরশুমে মুকুটমণিপুরে ভিড়।মুকুটমণিপুর জলাধারের অপর প্রান্তে রয়েছে ডিয়ার পার্ক, তার পাশেই গোসাইডিহি সহ কয়েকটি গ্রাম। একদিকে পর্যটকদের মধ্যে আতঙ্ক যেমন রয়েছে অপরদিকে বাঘ দেখার উৎসাহী মানুষেরও দেখা মিলছে। অপরদিকে বাঘকে বাগে আনতে গোসাইডিহি জঙ্গলে জাল দিয়ে ঘিরে রেখেছে বন বিভাগ।কাছাকাছি বসবাসকারী কয়েকটি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।