Supreme Court, vice-chancellor, রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের সার্চ কমিটি গড়ে দিল সুপ্রিম কোর্ট, নিয়োগের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে রাজ্যকে

আমাদের ভারত, ৮ জুলাই: রাজ্যের বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে জট কাটাতে সার্চ কমিটি গঠন করল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে রাজ্যকে একগুচ্ছ নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। তিন মাসের মধ্যে পশ্চিমবঙ্গের সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।কিভাবে গোটা প্রক্রিয়াটি হবে তাও বলে দিয়েছে সুপ্রিম কোর্ট।

আদালত গঠিত সার্চ কমিটির নেতৃত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউ ইউ ললিত। উপাচার্য নিয়োগের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ৩ জনের নাম পাঠাবে সার্চ কমিটি। সেই তালিকা থেকে একজনের নাম চূড়ান্ত করে আচার্যকে পাঠাবে মুখ্যমন্ত্রী। এরপর সংশ্লিষ্ট ব্যক্তিকে উপাচার্য হিসেবে নিয়োগ করবে রাজ্যপাল। কারণ রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের আচার্য তিনি। তবে সার্চ কমিটির বাছাই করা নাম যদি মুখ্যমন্ত্রীর পছন্দ না হয় তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন। আবার সার্চ কমিটির প্রস্তাবিত তিনটি নামের মধ্যে থেকে মুখ্যমন্ত্রী যাকে বাছবেন রাজ্যপালের যদি তাকে পছন্দ না হয় শীর্ষ আদালতে যেতে পারেন। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যেই প্রক্রিয়া শুরু করতে হবে।

উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যকে বিজ্ঞাপন দিতে হবে, আর সেই বিজ্ঞাপনে আদালতের নির্দেশের উল্লেখ করতে হবে। এই বিজ্ঞাপন থেকেই উপাচার্য নিয়োগ হবে এবং আগামী তিন মাসের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করতে হবে।

বাংলার ৩১টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে সমস্যা চলছে দীর্ঘদিন। রাজ্য বনাম রাজ্যপালের দড়ি টানাটানির জল গড়িয়েছে দেশের শীর্ষ আদালতে। গত এপ্রিল মাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। রাজ্যের অভিযোগ ছিল, উপাচার্য সংক্রান্ত একটি বিল বিধানসভায় পাশ হবার পরেও রাজ্যপাল তাতে সই করেননি। সেই প্রেক্ষিতে এই আদালতে রাজ্যপালের আইনজীবীরা জানিয়েছিলেন রাজ্য সরকার যে নামের তালিকা দিয়েছে তার থেকে কয়েকজনকে নিয়োগ করা হবে। এরপর এক সপ্তাহের মধ্যে দ্রুত ছয় উপাচার্য নিয়োগের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তারপরেও উপাচার্য নিয়োগ নিয়ে জট কাটেনি। অবশেষে সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিল, উপাচার্য নিয়োগের বিশেষ সার্চ কমিটি গঠন করা হবে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বে। তিনি চাইলে বিশ্ববিদ্যালয়ের জন্য একটি কমিটি গঠন করতে পারেন, অথবা আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা কমিটি গঠন করা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *