পূর্ব মেদিনীপুর, ৮ জুলাই: ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ উদ্যোগের অষ্টম বর্ষপূর্তির দিন উল্লেখযোগ্য বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উদ্যোগের ফলে রাজ্যে পথ দুর্ঘটনা কমেছে উল্লেখযোগ্য ভাবে, এমনটাই জানিয়েছেন তিনি। পাশাপাশি সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এই উদ্যোগ আগামীতেও জারি থাকবে, তা স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী।
আট বছর আগে ২০১৬ সালে ৮ জুলাই সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে রাজ্য সরকারের পক্ষ থেকে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ উদ্যোগ নেওয়া হয়েছিল। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের মানিকতলা মোড় থেকে তমলুক হাসপাতাল মোড় পর্যন্ত মোটর সাইকেল চালক ও গাড়ির চালকদের সচেতন করতে একটি র্যালি করা হয়। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা ট্রাফিকের অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল মন্ডল, ডিএসপি ট্রাফিক দিব্যেন্দু দাস, তমলুকের ট্রাফিক ইন্সপেক্টর অতনু কাঞ্জিলাল, ওসি ট্রাফিক সঞ্জু দত্ত সহ ট্রাফিকের পুলিশ আধিকারিকরা। এতদিন ধরে মানুষকে শুধুই বোঝানো হয়েছিল, এদিন দেখা গেল মানুষকে সচেতন করার পাশাপাশি বেআইনিভাবে গাড়ি চালানোর জন্য চালকদের জরিমানা করা হয়।
এদিন পূর্ব মেদিনীপুর জেলা ট্রাফিকের অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল মন্ডল বলেন, শুধুমাত্র ভয় নয়, নিজে ও অপরকে সুরক্ষিত রাখার জন্য হেলমেট পরা ও ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ।