Jyoti Bose, Bankura, জ্যোতি বসুর জন্মদিন উপলক্ষে নানা অনুষ্ঠান বাঁকুড়ায়

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৮ জুলাই: সিপিআই(এম) তথা সিআইটিইউ’র অন্যতম প্রতিষ্ঠাতা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ১১১তম জন্মদিনটি সাম্প্রদায়িক সম্প্রীতি দিবস হিসাবে পালন করা হয়।
বাঁকুড়া রেলওয়ে গুডস সেড চত্বরে পতাকা উত্তোলন, জ্যোতি বসুর প্রতিকৃতিতে মাল্যদান ও সংক্ষিপ্ত সভার মাধ্যমে বাঁকুড়া জেলা মুটিয়া মজদুর ইউনিয়নের আহ্বানে শপথ নিলেন মুটিয়া মজদুররা।

একইভাবে বাঁকুড়া জেলা বাস শ্রমিক ইউনিয়ন ও বাঁকুড়া জেলা পৌর শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে দিনটি উদযাপন করা হলো যথাক্রমে বাঁকুড়ার গোবিন্দনগর বাস স্ট্যান্ড ও বাঁকুড়া পৌরসভার গেটে। এই কর্মসূচিগুলিতে প্রতীপ মুখার্জি, উজ্জ্বল সরকার, অশোক ব্যানার্জি, তপন দাস ছাড়াও নেতৃত্ব দেন সোহরাব মন্ডল, ছোটু দালাল, সরোজ ঘোষাল, বারিদ দাস, নরেশ রুইদাস, নিতাই দত্ত প্রমুখ ইউনিয়নের নেতৃবৃন্দ।

অপরদিকে বড়জোড়ায় সারাদিন ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রয়াত নেতার উদ্যেশ্যে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রখ্যাত শিল্পী সমরেন্দ্র মিশ্র প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতায় প্রায় ১৫০জন অংশগ্রহণ করে। বিকালে শ্রেণি আন্দোলন বনাম ধর্ম জাতপাত শীর্ষক এক আলোচনা চক্রের আয়োজন করা হয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য যদুনাথ রায়, মহাদেব সিংহ প্রমুখ।

৩৪ বছর রাজ্য শাসনের পর মুখ থুবড়ে পড়া সংগঠনকে চাঙ্গা করতে অবশেষে সিপিএম জ্যোতি বসুকেই অবলম্বন করতে চলেছে বলে রাজনৈতিক মহল অভিমত প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *