অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২১নভেম্বর: পিছিয়ে পড়া জনজাতি বৈগা সমাজের ইউটিউব চ্যানেলের উদ্বোধন করলেন ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠোর। শনিবার গোপীবল্লভপুর ২নং ব্লকের তপসিয়া বিদ্যাসাগর হাইস্কুলে ইউ টিউব চ্যানেলের উদ্বোধন হয়। উপস্থিত এডিশনাল এস পি মির সাকির আলি, ডিএসপি (ডিএন্ডটি) দেবরাজ ঘোষ, বেলিয়াবেড়া থানার ওসি সৌরভ ঘোষ সহ বৈগা সমাজের সদস্যরা।
এই উদ্বোধনী অনুষ্ঠান থেকে বৈগা সমাজের পাশে থাকার আশ্বাস দেন জেলা পুলিশ সুপার। তিনি বলেন, আমরা জানি আপনারা পুলিশকে খুব ভালোবাসেন তাই আপনারা ডাকলেই আমার না এসে থাকতে পারি না। তাই শুধুমাত্র আজকে নয় জানুয়ারি মাসে আপনাদের বড়ো অনুষ্ঠানে আমরা সকালে আসব, ঝাড়গ্রাম জেলা পুলিশ সব সময় আপনাদের সাথে আছে। আমরা দুটি জিনিসের সাথে আছি– উন্নয়ন ও ভালোবাসা। আমাদের এখানে অনেক মাওবাদী ছিল কিন্তু তাদের অনেকেই আত্মসমর্পণ করেছে।আর এখানে মাওবাদী নেই, এটা আপনাদের সাহায্যই সম্ভব হয়েছে। আপনারা চাইলে এখানে একটা লাইব্রেরি করতে পারেন, আপনাদের যা বই লাগবে সেগুলো আমরা আপনাদের হাতে তুলে দেব।