করোনা সঙ্কটে মেদিনীপুরের পট শিল্পীদের কাজ দিলেন জেলাশাসক 

জে মাহাতো, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: করোনা সংকট কালে পিংলার নয়াগ্রামের ২৪৪টি পরিবারের পাশে দাঁড়ালেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকl জেলা প্রশাসনিক ভবনে তাদের পটশিল্প বসানোর কাজ দিয়েছেন তিনিl

করোনার জন্য গত ছ’মাস ধরে ওই গ্রামের পট শিল্পীদের বিক্রিবাটা বন্ধ রয়েছেl ফলে পরিবারগুলি চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছিলl মাস দেড়েক আগে পরিবারগুলো কাজের আবেদন জানিয়ে দেখা করেন জেলাশাসকের সঙ্গে। এরপর শিল্পীদের কাজ দেওয়ার উদ্যোগ নেন জেলাশাসকl নবনির্মিত প্রশাসনিক ভবনে শিল্পীদের দিয়ে পটশিল্প বসানোর ব্যবস্থা করেনl সেইমতো গত একমাস ধরে কৃষ্ণলীলা, মাখন চুরি, চন্ডীমঙ্গল ইত্যাদি একশটি পটচিত্র দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে ভবনটিl পরিষ্কার করা সহজ হবে বলে এখানে ভেষজর বদলে রাসায়নিক রং ব্যবহার করা হচ্ছেl

জেলাশাসক রেশমি কমল জানিয়েছেন, পিংলার পট শিল্পীদের পরিবারগুলি করোনার জন্য সমস্যার মুখে পড়েছিলl সে কথা জানাবার পর তাদের সহযোগিতা করার জন্যই প্রশাসনিক ভবনে পটচিত্র বসানোর কাজ দেওয়া হয়েছেl এক মাস ধরে কাজ চলছেl এরপর জেলার বিভিন্ন প্রশাসনিক ভবনে তাদের কাজ দেওয়ার কথা চিন্তা-ভাবনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *