Indian Art College, ইন্ডিয়ান আর্ট কলেজের ‘সান্ধ্য শাখা বন্ধ’ করে দেওয়ার প্রতিবাদে সরব শিক্ষার্থীরা

আমাদের ভারত, ২৯ জুলাই: ইন্ডিয়ান আর্ট কলেজের সান্ধ্য শাখা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টিকে কেন্দ্র করে প্রতিবাদে সরব হয়েছেন শিল্পী-পড়ুয়ারা।

বর্তমান ছাত্র ছাত্রীরা দাবি তুলেছেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের আসল মেরুদন্ডই হচ্ছে ছাত্র ছাত্রীরা, তাদের কাছে তাদের শিক্ষা প্রতিষ্ঠানিক বিভাগ শুধু একটি সাধারণ বিভাগ না, তাদের পরিচয়। এ ব্যাপারে সামাজিক মাধ্যমে বিবৃতি দিয়েছে ‘দ্য ইন্ডিয়ান কলেজ অফ আর্ট এন্ড ড্রাফটম্যানশিপ’ এর ‘ছাত্র ঐক্য’।

বিবৃতিতে লেখা হয়েছে, “আমরা সকলে দ্য ইন্ডিয়ান কলেজ অফ আর্ট অ্যান্ড ড্রাফটম্যানশিপের ছাত্র-ছাত্রীবৃন্দ। বর্তমানে আমরা একটি বিশেষ সংকটের মুখে অবতীর্ণ হয়েছি। আমাদের মহাবিদ্যালয়ের দুটি বিভাগ বর্তমান, একটি হলো ইন্ডিয়ান আর্ট কলেজের দিবা বিভাগ ও অপরটি হল সান্ধ্য বিভাগ। বহু বছর ধরে এই উভয় বিভাগ ওই সম দক্ষতার সহিত পরস্পরকে উপস্থাপিত করে এসেছে। কিন্তু বর্তমানে আমাদের সান্ধ্য বিভাগ বন্ধ হতে চলেছে।

কলেজ কর্তৃপক্ষ সন্ধ্যা বিভাগের প্রবেশিকা পরীক্ষার কোনো নোটিশ বের করেনি এবং সে সম্পর্কে কোনো বিজ্ঞপ্তি ছাত্র-ছাত্রীদের দেওয়া হয়নি। এই সান্ধ্য বিভাগ থেকে বিগত বহু বছর ধরে আমরা বেশ কিছু কৃতি ও খ্যাতনামা শিল্প সত্তা উপহার পেয়েছি। কিন্তু বর্তমানে কিছু শিক্ষক এই সান্ধ্য বিভাগকে অবৈধ বোঝাতে চাইছেন, ছাত্রদের মধ্যে বিভেদ তৈরি করছেন।

পশ্চিমবঙ্গ তথা কলকাতায় আর্ট কলেজের সংখ্যা খুবই মুষ্টিমেয়, এরপরও যদি আমাদের মহাবিদ্যালয়ের সান্ধ্যকালীন বিভাগ বন্ধ হয়ে যায়, তাহলে ছাত্রদের জন্য শিক্ষা লাভ ও ভবিষ্যৎ পদক্ষেপের জন্য বাধা সৃষ্টি হবে। এছাড়াও আমাদের মহাবিদ্যালয়ে সেরকম পরিকাঠামোর অভাব, বর্তমান যে কারণে এত সংখ্যক ছাত্রকে একত্রিত শিক্ষা প্রদান করা সম্ভব নয়।

কিন্তু তা সত্বেও আমাদের শিক্ষকদের মধ্যে এই সান্ধ্য বিভাগকে বাঁচিয়ে রাখার কোনো ইচ্ছাই আমরা দেখতে পাচ্ছি না। আমাদের একটাই লক্ষ্য, যেন আমাদের বিভাগকে আইনত বৈধ করা হয়। বর্তমানে সোশ্যাল মিডিয়ার সাহায্যে আমরা এই বার্তা সকলের মধ্যে প্রচারের চেষ্টা করছি”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *