আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৯ জুলাই:বিজেপি কর্মীকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে। হালিশহর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ঘটনা। সেখানকার পূর্ব প্রসাদনগর এলাকার বাসিন্দা সংগ্রাম সরকারের অভিযোগ, রবিবার জুটমিলের কাজ শেষে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি আসার পথে উল্টোদিক থেকে এলাকার তৃণমূল কর্মী অশোক মন্ডল সাইকেলে করে এসে তাকে ধাক্কা মারে। এরপর গালিগালাজ করে তাকে মারধর করে। তিনি মাথায় আঘাত পান। বিজেপি কর্মীর দাবি, ভোটের পর থেকে ওই তৃণমূল কর্মী এলাকায় কয়েকজনকে চমকেছে।
যদিও এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই, বললেন স্থানীয় কাউন্সিলর শম্ভুনাথ ঘোষ। তিনি বলেন, দুজনেই এলাকার বাসিন্দা। শুনেছি সাইকেলে ধাক্কা নিয়ে ওদের মধ্যে মারামারি হয়েছে। পুলিশ বিষয়টি দেখছে।