স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৯ জানুয়ারি: “সিপিএম তথা বাম কংগ্রেস মাটিতে ছিল, মাটিতে আছে৷ এখন অঙ্কুরোদগম নয় ধীরে তা বেড়ে মহীরুহ হচ্ছে, আর তাই শুধু মিডিয়া নয় বিজেপি, তৃণমূল কংগ্রেসও বাম কংগ্রেসকে জোটের আবেদন জানাচ্ছে।” রায়গঞ্জে সিপিএম এর দলীয় জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এমন মন্তব্য করেন দলের পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম।
বাম কংগ্রেস জোট প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি তৃণমূল এমনকি অনেক মিডিয়াও বলছিল যে সিপিএম কংগ্রেসকে দূরবীন দিয়ে দেখা যায় না, তারাই এখন বাম কংগ্রেসকে নিয়ে মাতামাতি শুরু করেছে। এর থেকে এটা পরিষ্কার, পশ্চিমবঙ্গে সিপিএম ও কংগ্রেসের শক্তি অনেক বৃদ্ধি পেয়েছে। করোনার লকডাউনের সময় অন্যান্য রাজনৈতিক দলগুলি যখন লকআউট করে বসেছিল তখন বামফ্রন্ট ও কংগ্রেস রাস্তায় নেমেছিল। মানুষের ন্যায্য দাবিদাওয়া নিয়ে আন্দোলনে শামিল হয়েছিল। আমফানে দুর্নীতি ও তৃণমূল-বিজেপির চৌর্যবৃত্তির বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেছিল।
সিপিএমের পলিটব্যুরোর সদস্য তথা রায়গঞ্জের প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম বলেন, ২৩ জানুয়ারি নেতাজীর জন্মদিন নিয়ে বাম ও কংগ্রেস আলাদা আলাদা কর্মসূচি পালন করবে। কিন্তু ২৬ জানুয়ারি দেশে প্রজাতন্ত্রের আহ্বানে কংগ্রেস ও বামফ্রন্ট কৃষকদের নিয়ে যৌথ কর্মসূচি পালন করবে।