আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৯ জানুয়ারি: তৃণমূলে থেকে কুকর্ম করে বিজেপিতে যাওয়ার পর তারাই আজকের বিজেপির মুখ। যদি হিম্মদ থাকে তো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়ে দেখাক মন্তব্য জ্যোতিপ্রিয়র।
মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন নন্দীগ্রাম থেকে তিনি একুশের বিধানসভা নির্বাচনে লড়বেন। এই বিয়ে বিজেপি সহ বিরোধীরা কটাক্ষ করেছে। হাবড়ায় দলীয় কর্মীদের নিয়ে আলোচনা সভায় এসে এ বিষয়ে বিরোধীদের কটাক্ষ নিয়ে জ্যোতিপ্রিয় বলেন, বিজেপির মুখে মারিতং জগতং।মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে দাঁড়ানোর ক্ষমতা কারো নেই, যদি হিম্মদ থাকে তো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভোটে লড়ে দেখাক এটা রাজনৈতিক চ্যালেঞ্জ রইল আমাদের।
তিনি বলেন, বিজেপি নাকানিচোবানি খেয়ে যাবে এই বাংলায়। একুশের বিধানসভা ভোটে বিজেপি ৭০টির বেশি আসন পাবে না, এমনটাই জানান জ্যোতিপ্রিয় মল্লিক। সিএএ লাগু নিয়ে জানান, আগামী ৭ বছর লাগবে এই সিএএ লাগু করতে।তবে তার আগে যে সমস্ত নিয়মকানুন আছে তা বিজেপির নেতারা জানে না, তাই তারা বিভিন্ন ধরনের ভাষণ দিচ্ছেন। পাশাপাশি রাজ্যে মোদী অমিত শাহর আসাকে কেন্দ্র করে জ্যোতিপ্রিয়র বক্তব্য, শুধুমাত্র মোদী অমিত শাহ কেন, কেন্দ্রের সমস্ত নেতাকর্মীরা বাংলায় আসলেও কোনওভাবে জিততে পারবে না তাই এই বাংলায় এসে কোনও লাভ নেই এমনটাই মন্তব্য জ্যোতিপ্রিয় মল্লিকের।