Hawagari ‘হাওয়াগাড়ি’-র রূপকাহিনী

আমাদের ভারত, কলকাতা, ১৯ জানুয়ারি: “গরমকালের বিকেল। হঠাৎ চোখে পড়ল একটা নীল রঙের প্লাইমাউথ। অবিশ্বাস্য সুন্দর হাওয়াগাড়ি। ভিতরে যিনি বসা তাঁর চশমাখানি নিকেলের। পরণে সফেদ পাঞ্জাবি ধুতি। শুধু এটুকুই তথ্য দিতে পেরেছিলাম তরুণদাকে।”

তরুণদা মানে একটি নামী ইংরেজি দৈনিকের চিফ রিপোর্টার। লেখক, সাংবাদিক অর্ক দেব জানিয়েছেন, “দিন তিনেক আগে তরুণদা খবর নিয়ে এলেন, ওটা হেমন্ত মুখোপাধ্যায়ের গাড়ি। গাড়ি হাত ঘুরেছে কিন্তু দেখাশোনার কাজে ৭৫ বছর বয়সি ধনঞ্জয় দাস আজও নিযুক্ত রয়েছেন।

আমার মনে পড়ে অযান্ত্রিক! গাড়িকে স্রেফ যন্ত্র হিসেবে দেখেননি তরুণদা। শার্লক হোমসের মতো ময়নাতদন্ত করেছেন। আবার বিমল আর জগদ্দলের যে মরমিয়া সম্পর্ক আমাদের চেনা পৃথিবীর সমান্তরালে চলছে তো চলছেই, তাকেই একটা প্রতিষ্ঠা দিয়েছেন। আমি খুব চেয়েছিলাম লেখাগুলি বইয়ের আকার নিক।

‘তবুও প্রয়াস’-এর সেলিম মন্ডল, দেবত্তম গায়েনরা যে এই চাওয়াকে বাস্তবায়িত করছে, পাঠক হিসেবেই এ আমার মধুরতুমুল আনন্দ। গাড়ি ভালবাসেন যাঁরা, তাঁদের মধ্যে এই আনন্দ সংক্রমিত হোক।”

‘তবুও প্র‍য়াস’ প্রকাশনী। মুদ্রিত মূল্য: ৫০০/-
প্রচ্ছদ: সন্তু দাস
রঙিন সংস্করণের মুদ্রিত মূল্য ১০০০/-।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *