গোপাল রায়, আরামবাগ, ১১ জানুয়ারি: দোকানের সাটার ভেঙ্গে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল আরামবাগে। ঘটনাটি ঘটেছে হুগলি আরামবাগ থানার বাজার এলাকায়। রবিবার রাতে মুদি দোকানের সাটার ভেঙ্গে নগদ তিরিশ হাজার টাকা তার সাথে কিছু মালপত্র নিয়ে পালায় দুষ্কৃতীরা।
সোমবার সকালে স্থানীয় মানুষ মুদিখানা দোকানের সাটার ভাঙ্গা অবস্থায় দেখতে পায়। খবর দেওয়া হয় দোকানের মালিককে। দোকানের মালিক এসে দেখেন সাটারের তিনটি তালা ভেঙ্গে দোকান থেকে চুরি গেছে ৩০ থেকে ৪০ হাজার নগদ টাকা ও অন্যান্য সামগ্রী সহ লক্ষাধিক টাকার সামগ্রী। এরপর আরামবাগ থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে আসে। চুরির ঘটনায় আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দোকানের মালিক। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে আরামবাগ থানার পুলিশ।