গোপাল রায় ,আরামবাগ, ১১ জানুয়ারি: রবিবার রাতে আরামবাগের দৌলতপুরে রেললাইনের ধার থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। পুলিশ সূত্রে জানাগেছে, মৃতের নাম নয়ন লায়েক(৩০)। তার বাড়ি বাঁকুড়া জেলার চাঁদরা এলাকায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির গোটা শরীরে ক্ষতবিক্ষত আঘাতের চিহ্ন আছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। তবে ওই ব্যক্তির আসল পরিচয় নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।