পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ ফেব্রুয়ারি: আজ ছিল মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন। এদিন ছিল ইংরেজি ভাষার পরীক্ষা। এই নিয়ে পশ্চিম মেদিনীপুরেও প্রশাসনিকস্তরে ছিল প্রস্তুতি তুঙ্গে। এবার জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৫২ হাজার ৮৯২ জন। তার মধ্যে ছাত্রের সংখ্যা ২৪ হাজার ৬৬৭ ও ছাত্রীর সংখ্যা ২৮ হাজার ২১৬। এবছর ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা বেশি। একইসঙ্গে মাধ্যমিক পরীক্ষায় মোর্ট ১২২টি সেন্টার থাকছে। তার মধ্যে মেইন ভেনু ৭৩টি ও অ্যাডিশনাল ভেনু ৪৯টি। গত বছরের তুলনায় প্রায় ১ হাজার ৬০০ জন পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে।
জানা গিয়েছে, পড়ুয়াদের সুবিধার্থে জেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার জন্য শহর এলাকার পাশাপাশি গ্রামীণ এলাকাতেও মাইক, লাউড স্পিকার জাতীয় ইন্সট্রুমেন্ট বাজানো, শব্দ বাজির ব্যবহার একেবারে নিষিদ্ধ করা হয়েছে। সরকারি নিয়ম অমান্য করলেই আইন অনুসারে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে।
তবে জেলায় বিপুল পরিমাণে হাতি থাকায় চিন্তায় প্রশাসনিক আধিকারিকরা। দ্বিতীয় দিনেও হাতির সমস্যার কথা মাথায় রেখে বিভিন্ন এলাকায় বন কর্মীদের নিয়োগ করা হয়েছিল। আজ পরীক্ষার দিনে জঙ্গল মহল এলাকায় হাতি তাড়ানো গাড়ি ঐরাবত দিয়ে এসকর্ট করে ছাত্র ছাত্রীদের জঙ্গলের রাস্তা পারাপারের ব্যাবস্থা করা হয়। পাশাপাশি পরীক্ষা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। ছাত্র ছাত্রীদের পরীক্ষাকেন্দ্রে ইলেকট্রনিক্স ঘড়ি, মোবাইল ফোন নিষিদ্ধ ছিল।