Bankura, School, বিদ্যালয় উন্নয়ণের টাকা লোপাটের অভিযোগে ঘেরাও বাঁকুড়ার মগরা হাইস্কুলের প্রধান শিক্ষক, বিক্ষোভ অভিভাবকদের

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৯ মার্চ: বিদ্যালয়ের উন্নয়নের প্রায় ৫২ লক্ষ টাকা লোপাটের অভিযোগ উঠেছে শাসক দলের এক নেতা ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই অভিযোগকে কেন্দ্র করে গতকাল বাঁকুড়া ২ নম্বর ব্লকের মগরা উচ্চ বিদ্যালয় চত্বর উত্তাল হয়ে ওঠে। স্কুলের প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখান অভিভাবক ও স্থানীয় অধিবাসীরা। তাতে যোগ দেয় স্কুল পড়ুয়ারাও। এই বিদ্যালয়ের পরিচালন সমিতির দায়িত্বে থাকা তৃণমূলের যুব নেতার সঙ্গে যোগসাজসে এই টাকা লোপাট করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

এই অভিযোগে গতকাল রাত পর্যন্ত স্কুলেই প্রধান শিক্ষককে আটকে রেখে বিক্ষোভ দেখান অভিভাবকরা। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। পুলিশ গিয়ে প্রধান শিক্ষককে উদ্ধার করে। অভিযোগ খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছে বিদ্যালয় শিক্ষা দফতর।

জেলার প্রথম সারির বিদ্যালয়গুলির মধ্যে মগরা হাইস্কুলের স্থান। এই বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা প্রচুর। এই বিদ্যালয়ে বিভিন্ন বেনিয়মের অভিযোগ তুলে দীর্ঘদিন ধরেই প্রতিবাদ জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা। এবার স্কুল পরিচালন সমিতির সভাপতি পদে থাকা ব্লকের তৃণমূল যুব নেতা বুদ্ধদেব শর্মার সঙ্গে যোগসাজোস করে স্কুলের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকেশ পাত্রর বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের বক্তব্য, গত ২০১৯ সাল থেকে ধাপে ধাপে স্কুলের নতুন ক্লাসরুম তৈরি, সীমানা প্রাচীর নির্মাণ ও পুরানো ভবন সংস্কারের জন্য মোট ৫২ লক্ষ টাকা অনুদান পেয়েছে বিদ্যালয়টি। সেই টাকায় বিদ্যালয়ের কোনও কাজ না করে পরিচালন সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক মুকেশ পাত্র যোগসাজস করে টাকা আত্মসাত করে নিয়েছেন। পরিচালন সমিতির সভাপতি তৃণমূলের দাপুটে যুব নেতা হওয়ায় ভয়ে প্রকাশ্যে প্রতিবাদ করতে ভয় পান অনেকে।

স্থানীয়দের অভিযোগ, টাকা আত্মসাতের ঘটনা ধামাচাপা দিতে গত তিনবছর ধরে অডিট করানো হয়নি। এই অভিযোগে অভিভাবকরা মঙ্গলবার বিকালে জড়ো হয়ে প্রধান শিক্ষকের কাছে ওই টাকার হিসাব চাইতে যান। প্রধান শিক্ষক সেই হিসাব দেখাতে না পারায় বিকেল
৩টে থেকে প্রধান শিক্ষক সহ সমস্ত শিক্ষকদের বিদ্যালয়ে ঘেরাও করে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা। প্রায় সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত এই বিক্ষোভের জেরে বিদ্যালয়েই আটকে থাকেন প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা। এই ঘটনার খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। প্রধান শিক্ষক অসুস্থ বোধ করায় অভিভাবকদের বুঝিয়ে প্রধান শিক্ষককে ঘেরাও মুক্ত করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *