আমাদের ভারত, ১৯ মার্চ: নাগপুর হিংসার ঘটনায় গ্রেপ্তার হলেন মূল অভিযুক্ত ফাহিম খান নামে এক ব্যক্তি। বুধবার তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি স্থানীয় মাইনোরিটিজ ডেমোক্রেটিক পার্টির নেতা। পুলিশের দাবি, ফাহিম খান গুজব ছড়ানো ও উস্কানি দেওয়ায় সাম্প্রদায়িক হিংসা ছড়িয়েছিল নাগপুর শহরে। যার ফলে আহত হয়েছেন বহু মানুষ।
গণেশপেট থানায় এফআইআরে ফাহিম খানের নাম আছে। অভিযুক্তর ছবি ও একটি ভিডিও প্রকাশ্যে আনে তদন্তকারীরা। যেখানে দেখা গিয়েছে, হিংসায় উস্কানিমূলক ভাষণ দিচ্ছেন তিনি। এরপরই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে বলেও দাবি।
৩৮ বছরের ফাহিম খান তার দলের সভাপতি। যশোধারা নগরের বাসিন্দা সে। আদালতের নির্দেশে ২১ মার্চ পর্যন্ত সে পুলিশি হেফাজতে থাকবে।
ঔরঙ্গজেবের সমাধি সরানোর দাবিতে মহারাষ্ট্রে বিক্ষোভ শুরু হয়েছে। এই বিক্ষোভের মধ্যে অশান্তি চরম আকার নেয়। গুজব ছড়ায় এই বিক্ষোভে একটি ধর্মগ্রন্থ জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর সেই গুজব মুহূর্তের মধ্যে ভয়ানক আকার নেয়। ব্যপক ভাঙ্গচুর চালায় উত্তেজিত জনতা। প্রচুর বাইক এবং গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ছোড়া হয় পাথর ও ইট পাটকেল। এতে বহু পুলিশ কর্মী আহত হন। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে ও কাঁদানে গ্যাস ছুড়তে বাধ্য হয় পুলিশ। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারফিউ জারি করা হয়। ৫০ জনকে এই ঘটনায় আটক করা হয়েছে।