আমাদের ভারত, ১ এপ্রিল: ইদের আগে উত্তরপ্রদেশের মেরঠে রাস্তায় নমাজ পড়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল প্রশাসনের তরফে। এই প্রসঙ্গে এবার বড় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাস্তায় নমাজ পড়া নিয়ে জারি করা নির্দেশিকাকে সমর্থন করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী জানালেন, রাস্তা হল যানবাহনের চলাচলের জন্য, নামাজ পড়ার জন্য নয়। তাঁর কথায়, হিন্দুদের কাছ থেকে ধর্মীয় শৃঙ্খলা শেখা উচিত মুসলিম ধর্মাবলম্বীদের। উদাহরণ হিসেবে কুম্ভ মেলার উল্লেখ করেছেন তিনি।
মুখ্যমন্ত্রী আদিত্যনাথ মেরঠে নেওয়া সিদ্ধান্তের পক্ষে সাওয়াল করতে গিয়ে সদ্য সমাপ্ত মহাকুম্ভ মেলাকে দৃষ্টান্ত করেন। তাঁর কথায়, মেলা অনুষ্ঠিত হয়েছে নির্দিষ্ট এলাকার মধ্যে। ধর্মীয় উৎসব অনুষ্ঠানে কিভাবে শৃঙ্খলা রক্ষা করতে হবে তা হিন্দুদের থেকে শেখা উচিত। তিনি বলেন, মহাকুম্ভের সময় ৬৬ কোটি মানুষ বাইরে থেকে প্রয়াগরাজে এসেছিলেন। কোনো গোলমাল, পকেটমারি, ছিনতাই , রাহাজানি তোলাবাজি, যৌন হামলার ঘটনা ঘটেনি। এর নাম হল ধর্মীয় শৃঙ্খলা। যোগী বলেছেন, পুণ্যার্থীরা ভক্তিকে পাথেয় করে এসেছিলেন। নিরাপদে মহাস্নান করেছেন। তাঁর কথায়, আপনাকে নিরাপদে তীর্থযাত্রা করতে হলে শৃঙ্খলা শিখতে হবে। অনুশাসন মানতে হবে।
প্রসঙ্গত, ইদের আগে মিরাট পুলিশ আলাদা করে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, ইদের জমায়েত মসজিদের ভেতরে এবং প্রশাসনের ঠিক করে দেওয়া নির্ধারিত জায়গাটিতে করতে হবে। উৎসব যাতে নিরাপদে পালিত হয় তাই পুলিশের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছিল।
রাস্তায় নমাজ পড়া ছাড়াও ওয়াকফ বোর্ডের বিষয়ে এক হাত নিয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ওয়াকফ বোর্ডের কাছে এত সম্পত্তি, তা সত্ত্বেও তারা কি সমাজের কল্যাণে কিছু করেছে? অন্যদিকে বৈষম্যের অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, উত্তরপ্রদেশের জনসংখ্যার ২০ শতাংশ মুসলিম। সরকারি প্রকল্পগুলির ৩৫ থেকে ৪০ শতাংশ সুবিধাভোগী তারাই। আমরা বৈষম্যে বিশ্বাস করি না, আবার তোষণের নীতিতেও নেই। যে কেউ, যিনি ভারতের নাগরিক তিনি সরকারের সুবিধা পাবেন।