আমাদের ভারত, ১৬ মার্চ: শৈবক্ষেত্র কেদারনাথে অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করার দাবি উঠলো। এই দাবি করেছেন কেদারনাথের বিধায়ক আশা নেওটিয়াল। তাঁর অভিযোগ, অহিন্দুদের বেশ কিছু কার্যকলাপে স্থানীয় হিন্দুদের ধর্মবিশ্বাসে আঘাত করা হচ্ছে। তাই বিধায়ক এই প্রস্তাব দিয়েছেন। যদিও এই দাবি ঘিরে বিতর্কের ঝড় উঠেছে। বিধায়ক পদের মর্যাদা ক্ষুন্ন করা হচ্ছে বলে কটাক্ষ করেছে কংগ্রেস।
রবিবার সংবাদ মাধ্যমে বিধায়ক আশাদেবী বলেন, স্থানীয়দের সঙ্গে এক বৈঠকে বসে জানতে পারি কেদারনাথে হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত করছেন অহিন্দুরা। গোটা বিশ্বের নানা প্রান্ত থেকে বাবা কেদারে পুজো দিতে আসেন ভক্তরা। সেখানে অহিন্দুদের যাওয়া নিষিদ্ধ ঘোষণা করা হোক বলে দাবি করেছেন তিনি। স্থানীয় ব্যবসায়ীরা দীর্ঘদিন এই দাবি জানিয়ে আসছেন। চারধামে যেখানে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হবে সেখানেই অহিন্দুদের নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান বিধায়ক।
বিজেপি বিধায়কের এই মন্তব্যে বিতর্ক শুরু হয়েছে। বিজেপির মিডিয়া ইনচার্জ মানবীর সিং চৌহান দলের বিধায়কের মন্তব্যকেই সমর্থন করেছেন। তাঁর মতে, এখানে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগ জড়িয়ে রয়েছে। সনাতন ধর্মে এই চারধাম- এর গুরুত্ব অপরিসীম। প্রতিবছর লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় সেখানে।
বিজেপি নেতাদের কথায়, স্থানীয় ব্যবসায়ীরাও দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন। কেদারনাথ ধামে মদ থেকে শুরু করে মাংস বিক্রি হচ্ছে। বিগত কয়েক বছর ধরেই মুসলিমরা প্রবেশ করে সেখানে মাংস বিক্রি করতে শুরু করেছে। এই পবিত্র ধর্মীয় স্থানে মাংস বিক্রি করা একেবারেই সঠিক নয়। অন্যান্য ব্যবসার আড়ালে মদের দোকানও খোলা হয়েছে বলে অভিযোগ এসেছে।
রাজ্যের আফগারি দপ্তরের নির্দেশিকা অনুযায়ী ধর্মীয় স্থানগুলিতে মদের দোকান সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু তারপরেও লুকিয়ে তা বিক্রি হচ্ছে সেখানে বলে অভিযোগ।
বিজেপি বিধায়কের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে কংগ্রেস। উত্তরাখণ্ডের কংগ্রেস সভাপতি করণ মেহরা বলেছেন, রাজনৈতিক মাইলেজ পাওয়ার জন্য এইসব কথা বলেছেন বিজেপি বিধায়ক। কোনো একটি ধর্মের ভিত্তিতে সঠিক, ভুল বিচার করা ঠিক নয়। উনি সংবিধান মেনে শপথ নিয়েছেন সেখানেই বলা হয়েছে আইনের চোখে সকলে সমান।