আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৬ মার্চ: কেন্দ্র ও রাজ্য সরকারের নীতির প্রতিবাদে উত্তরকন্যা ও দিল্লি অভিযানের ডাক দিল সারা ভারত ফরওয়ার্ড ব্লকের উত্তরবঙ্গের আঞ্চলিক কমিটি। রবিবার আন্দোলনের রূপরেখা তৈরি করতে জলপাইগুড়ি শহরের সুভাষ ফাউন্ডেশনে রাজ্য নেতাদের পাশাপাশি উত্তরবঙ্গের প্রত্যেক জেলার দলের নেতারা আলোচনা সভা করলো।
উত্তরবঙ্গের যুবকরা কাজ পাচ্ছেন না, কৃষকরা সফলের দাম পাচ্ছেন না। তিস্তা সেচের সমস্যা চলছে। একাধিক দাবি আদায়ের লক্ষ্যে ময়দানে নামতে চলছে সারা ভারত ফরওয়ার্ড ব্লক। কয়েকমাস ধরে লাগাতার একাধিক কর্মসূচি নেওয়া হচ্ছে বলে দাবি। ১১ এপ্রিল দিল্লি অভিযানের ডাক দেওয়া হয়েছে। এদিন উত্তরবঙ্গের সাতটি সাংগঠনিক জেলা কমিটির আলোচনা সভা হলো। সভায় উঠে এসেছে ২২-২৩ মার্চ এলাকায় এলাকায় প্রচার কর্মসূচি হবে। ঘরে ঘরে নেতাজিকে সামনে রেখে সবার বাড়ি বাড়ি পৌঁছবে দলের নেতা কর্মীরা। নভেম্বর মাস পর্যন্ত চলবে এই প্রচার। ২১ নভেম্বর শিলিগুড়ি চলোর ডাক দেওয়া হয়েছে। তিস্তা ভবনকে সামনে রেখে সেচের অব্যবস্থার প্রতিবাদে উত্তরকন্যায় অভিযান হতে চলছে। আন্দোলনের মধ্য দিয়ে বিধানসভার নির্বাচনী প্রচারের কাজ সম্পন্ন হবে বলে জানালেন সারা ভারত ফরওয়ার্ড ব্লক বাংলা কমিটি চেয়ারম্যান গোবিন্দ রায়।
তিনি বলেন, তৃণমূল আর বিজেপি হিন্দু মসুলমান করে মানুষের স্বার্থকে অবজ্ঞা করে চলছে। এখানে যুবকদের কাজ নেই, কৃষকদের ফসলের দাম নেই, আলু চাষি ও সীমান্তের নাগরিকদের হাহাকার। কোন কিছুর দিকেই খেয়াল নেই এই দুই সরকারের। আমরা মানুষের অভাব অভিযোগ নিয়ে ময়দানে নামছি। জেলায় জেলায় এই আন্দোলন হবে।”
সারা ভারত ফরওয়ার্ড ব্লক বাংলা কমিটি সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেন, “দেশে বিজেপি ও রাজ্যে তৃণমূলের ভোট কমছে। দুই দলের প্রতি মানুষ আগামীতে অনাস্তায় নামবে। বামফ্রন্ট ও মানুষের ভাল দিন আসবে।”
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লক বাংলা কমিটির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অক্ষয় ঠাকুর সহ অনেকে।