বেপরোয়া ট্রাকের ধাক্কা টোটো, ভ্যান ও সাইকেল আরোহীকে, বনগাঁয় আহত ১২

আমাদের ভারত, বনগাঁ, ৭ ফেব্রুয়ারি: জনবহুল এলাকায় দুরন্ত 
গতিতে ছুটে আসা ট্রাক ধাক্কা মারে 
যাত্রী বোঝাই টোটো, ভ্যান ও এক সাইকেল আরোহীকে।ঘটনাস্থলে গুরুতর আহত হয় ১২ জন।শুক্রবার দুপুরে ঘটনাটি
ঘটেছে উত্তর ২৪ পরগণার বনগাঁ থানার যশোর রোডের বাটার মোড় এলাকায়। আহতদের মধ্যে চার জনের অবস্থা 
আশঙ্কাজনক। চারজনকে কলকাতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।বাকিরা বনগাঁ হাসপাতালেই চিকিৎসাধীন।আহতরা বনগাঁর শক্তিগড়ের বাসিন্দা।জাতীয় সড়কে ওই দুর্ঘটনার জেরে এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়।                                                                                                 

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন সাড়ে ১২টা নাগাদ জনবহুল 
এলাকা বাটার মোড়ে একটি পণ্য বোঝাই ট্রাক 
বনগাঁর পেট্রাপোলের দিকে যাচ্ছিল।সেই সময় ট্রাকটি নিয়ন্ত্রণ
হারিয়ে প্রথমে একটি যাত্রী বোঝাই ভ্যান ও 
সাইকেল আরোহীকে ধাক্কা মারে, পরে টোটো 
গাড়িটি বাঁশের পোস্টের সঙ্গে পিষে দেয়। এই ঘটনায় মোট শিশু ও মহিলা সহ ১২ জন আহত হয়। স্থানীয় পথচারিরা আহতদের উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে যায়। ট্রাকটিকে আটক করলেও চালক 
পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দাররা জানিয়েছে, নোএনট্রি থাকা কালীন কি করে এই 
জনবহুল এলাকায় পন্য বোঝাই ট্রাকটি ঢুকে পড়ল।জাতীয় সড়কে বেপরোয়া 
ট্রাক চালকদের নিয়ন্ত্রণে পুলিশ যে ব্যর্থ, ফের তার প্রমাণ মিলল।আহত পরিবারদের পক্ষ
থেকে ক্ষতি পূরনের দাবি করে
থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। খবর পেয়ে আহতদের সঙ্গে দেখা করতে হাসপাতালে যান বনগাঁর চেয়ারম্যান শঙ্কর আঢ্য, বনগাঁর ভাইস চেয়ার ম্যান কৃষ্ণা রায়। শঙ্করবাবু জানিয়েছেন, আহতদের পাশে আমরা
আছি। হাসপাতলে তাঁদের 
চিকিৎসার যাতে কোনও গাফিলতি না থাকে সে দিকে আমরা নজর রাখছি।   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *