আমাদের ভারত, কাঁথি, ২৭ ডিসেম্বর: এনআরসির কারণে নয়, স্থানীয় সমস্যা ও সরকারের প্রতি অসন্তুষ্টির কারণে ঝাড়খণ্ডে বিজেপির হার হয়েছে বলে জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ঝাড়খণ্ডে চারটি বাঙালি এলাকায় জয়লাভ করেছে বিজেপি। শুক্রবার পূর্ব মেদিনীপুরের তমলুকে সাংগঠনিক সভা করতে এসে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ আসন্ন পৌর সভার ভোট নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, বর্তমান রাজ্য সরকার ভোটে ভয় পাচ্ছে তাই ১৫ টি পৌরসভা ও ২ টি কর্পরেশনের ভোট আটকে রেখেছে। আসলে সরকারের আত্মবিশ্বাস নেই যে তারা যা কাজ করেছে তার ফলে জিতবে। লোকসভা ভোটের মতো সংগঠনকে শক্তিশালী করে পৌরসভা ভোটেও লড়াই করা হবে।
জেলা সফরে এলেই তার উপর আক্রমন হওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, মারামারি ছাড়া কি রাজনীতি হয়? হয় ওরা মারবে না হয় আমরা মারব। তমলুকের বৈঠকের পর কাঁথিতে সিএএ প্রসঙ্গে ভারতীয় জনতা পার্টির ঐতিহাসিক সাফল্য ও কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় জনতা পার্টির কান্ডারী নরেন্দ্র মোদী এবং অমিত শাহর উদ্দেশ্যে ধন্যবাদ জানাতে”অভিনন্দন যাত্রা” মিছিল হয়।