অবৈধ বালি বোঝাই গাড়ির ধাক্কায় মন্দিরের একাংশ ভাঙ্গায় উত্তেজনা রামপুরহাটে

আমাদের ভারত, রামপুরহাট, ২৭ ডিসেম্বর: অবৈধ বালি বোঝাই গাড়িতে রাতের অন্ধকারে হনুমান মন্দিরের একাংশ ভাঙ্গা নিয়ে উত্তেজনার সৃষ্টি হল রামপুরহাট থানার নারায়ণপুর গ্রামে। প্রতিবাদে সকাল থেকে পথ অবরোধ করেন এলাকার মানুষ। আন্দোলনে সামিল হন স্থানীয় ব্যবসায়ীরাও।

জানা গিয়েছে, নারায়ণপুর বাস স্টপেজ লাগোয়া একটি হনুমান মন্দিরের রয়েছে। ঝাড়খণ্ড সীমানা লাগোয়া নারায়ণপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ব্রাহ্মনী নদী। অভিযোগ, ওই নদীতে বেশ কয়েকটি অবৈধ ঘাট থেকে দেদার বালি তুলছে মাফিয়ারা। রাতের অন্ধকারে সেই বালি বোঝাই হয়ে রামপুরহাট শহরের উপর দিয়ে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়। এলাকার বাসিন্দা অরিণ মণ্ডল বলেন, বালি বোঝাই লরি, ডাম্পার ও ট্রাক্টর থেকে ঝরা জল রাস্তায় পড়ে গ্রামের রাস্তা খানাখন্দে পরিণত হয়েছে। রাস্তায় সব সময় কাদায় ভরে থাকে। ফলে পথ চলা দায় হয়ে দাঁড়িয়েছে। এই রাস্তা দিয়ে চারটি স্কুল পডুয়ারা যাতায়াত করে। অনবরত ভারী যানবাহন যাতায়াতের ফলে দুর্ঘটনা বাড়ছে। এই নিয়ে দীর্ঘদিন থেকেই ক্ষুব্ধ এলাকাবাসী।

অভিযোগ, বার বার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা সত্বেও কোন উদ্যোগ না নেওয়ায় গ্রামবাসীদের মনে ক্ষোভের পাহাড় জমতে থাকে। এদিন মন্দিরের একাংশ ভাঙ্গায় তারই বহিঃপ্রকাশ ঘটে। গ্রামবাসীরা রাস্তার উপর বাঁশ বেঁধে অবরোধ শুরু করে। দোকানপাট বন্ধ করে অবরোধে সামিল হয় স্থানীয় ব্যবসায়ীরাও। বেলার দিকে  মন্দিরে পুজোপাঠ ও হোমযজ্ঞ শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রামপুরহাট থানার পুলিশ। তারা গ্রামবাসীদের সঙ্গে আলোচনায় বসে। গ্রামবাসীরা দাবি করেন, সমস্ত অবৈধ বালির ঘাট বন্ধ করতে হবে। বিকেল সাড়ে তিনটে নাগাদ গ্রামবাসীদের দাবি মেনে সমস্ত বালি ঘাট বন্ধ রাখা এবং মন্দির পুনঃনির্মাণে সহযোগিতার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।

রামপুরহাট থানার আইসি সন্দিপন চট্টোপাধ্যায় বলেন, অবৈধ ঘাট গুলির দিকে পুলিশ করা নজর রাখবে। কোথাও অবৈধভাবে বালি তুলতে দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *