কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ জানুয়ারি: ঘাটাল মেচোগ্রাম রাস্তা সম্প্রসারণের জন্য রাস্তার দুপাশের দোকানের কাঠামো সরিয়ে নেওয়ার পূর্ত দপ্তরের নির্দেশের পর ক্ষুদ্র ব্যবসায়ীদের আন্দোলন জোরালো হচ্ছে ঘাটালে। আগামী দিনে এই আন্দোলনকে আরও বড় রূপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা। ঘাটাল মেচোগ্রাম রাস্তা সংস্কার এবং সম্প্রসারণের জন্য রাস্তার দুপাশে সরিয়ে নিতে বলেছে পূর্ত দপ্তর। এই নির্দেশে চিন্তায় পড়েছেন রাস্তার ধারের ক্ষুদ্র ব্যবসায়ীরা। তারা তাদের রুজি রোজগার কিভাবে হবে সেই নিয়ে আশঙ্কিত। রাস্তার ধারের যে সমস্ত ব্যবসায়ী আছে তাদের সংগঠন অর্থাৎ পথি পার্শ্বস্থ ব্যবসায়ী সমিতি এবং পশ্চিম মেদিনীপুর স্ট্রিট হকার ইউনিয়ন পূনর্বাসনের দাবিতে রাস্তায় নেমেছে। ওই দুই সংগঠনের নেতা যথাক্রমে অসীম দাস এবং আশিস মুখার্জি জানিয়েছেন তারা উন্নয়নের পক্ষে রাস্তা সম্প্রসারণের পক্ষে।
অসীম দাস বলেন, সঠিক পদ্ধতিতে আইনমাফিক রাস্তা মাপ করা হোক। প্রবীণ এই নেতা আরও বলেন রেকর্ড অনুযায়ী যেন রাস্তা মাপ করা হয়।
আশিস মুখার্জি বলেন, আমরা উন্নয়নের পক্ষে হলেও ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসন দিতে হবে। তিনি আরও বলেন, রাস্তা সম্প্রসারণের পর জায়গা থাকলে যাতে ব্যবসায়ীদের স্বার্থ ক্ষুণ্ন না হয় তা দেখতে হবে। শনিবার ওই দুই সংগঠনের তরফে মিছিল ও পথসভা হয়। অসীম দাস আশিস মুখার্জি ছাড়াও ছিলেন রাজীব মহাপাত্র, মহেন্দ্র মন্ডল সহ অন্যান্যরা।