দিল্লিতে বিস্ফোরণ ঘটিয়েছে জৈশ উল হিন্দ, টেলিগ্রাম ম্যাসেজ উদ্ধার করে অনুমান তদন্তকারীদের

আমাদের ভারত, ৩০ জানুয়ারি:জঙ্গি সংগঠন জৈশ উল হিন্দ দিল্লিতে ইজরাইলি দূতাবাসের কাছে আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে। তদন্তকারীরা টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে হওয়া একটি কথোপকথন উদ্ধার করেছেন। ওই কথোপকথনের মাধ্যমে জানা যাচ্ছে শুক্রবার এই বিস্ফোরণটি ঘটিয়েছে জঙ্গি সংগঠনটি জৈশ উল হিন্দ।

টেলিগ্রামে পাঠানো বার্তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। তদন্তকারীরা জানিয়েছেন টেলিগ্রামের একটি নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে ওই কথোপকথন চালানো হচ্ছিল। গোয়েন্দাদের দাবি গোষ্ঠীটির নেতারা ইসরায়েলি দূতাবাসে হামলা নিয়ে নিজেদের মধ্যে উল্লাস করছিলেন। আর তা থেকেই অনুমান এই হামলার পেছনে ওই গোষ্ঠী রয়েছে।

এর আগে ২০১২ ফেব্রুয়ারীতে দিল্লির ইজরাইলি দূতাবাসের একটি গাড়িতে স্টিকার বোমা বিস্ফোরণ ঘটে। এর পেছনে ইরানে মদদপুষ্ট জঙ্গিদের হাত ছিল বলে অভিযোগ উঠেছিল।

সেই কারণেই শুক্রবারের বিস্ফোরণের ঘটনাতেও ইরানের যোগ রয়েছে বলে উড়িয়ে দেওয়া হচ্ছে না। তদন্তকারীরা গত এক মাসের মধ্যে ইরানের যেসব নাগরিক দিল্লি সফর করেছিলেন এবং যারা বর্তমানে দেশে রাজধানীতে আছেন তাদের তালিকা চেয়ে পাঠিয়েছে। বিস্ফোরণে জড়িতদের খুঁজে বের করতে ভারতের সঙ্গে কাজে নেমেছে ইজরাইলও।

দিল্লি পুলিশ বিস্ফোরণের সময় কার সিসিটিভি ফুটেজও উদ্ধার করেছে। ওই ফুটেজে একটি গাড়ি থেকে দুজনকে নামতে দেখা গিয়েছে। ওই দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিস্ফোরণস্থলে দিকে এগিয়ে যাচ্ছে সে দৃশ্য ধরা পড়েছে সিসিটিভিতে। সূত্রের খবর গাড়িটিকে চিহ্নিত করা হয়েছে। তার চালককেও খুঁজে বার করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের স্কেচ আঁকা হয়েছে। বিস্ফোরণস্থল থেকে একটি ব্যাটারি ও কিছু বৈদ্যুতিক তার উদ্ধার হয়েছে মনে করা হচ্ছে। টাইমারের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *