Modi, BJP, একটু অন্যভাবে নতুন বছরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী, কী লিখলেন মোদী?

আমাদের ভারত, ৩১ ডিসেম্বর: মাত্র কয়েক ঘণ্টা পরেই শুরু হতে চলেছে নতুন বছর। ২০২৫ সাল শুরু হবার আগে একেবারে অন্যরকম ভাবে দেশের মানুষকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের এক্স হ্যান্ডেলে নতুন বছরের শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী জানালেন, মেরা ভারত বড় রাহা হ্যায়।

বিমান থেকে মহাকাশ যান, কিংবা রেলওয়ে সব ক্ষেত্রেই ভারত নিজের গতি আরো বাড়িয়ে এগিয়ে গিয়েছে। তাই ভারত দিন দিন উন্নতির পথে ত্বরান্বিত হচ্ছে বলে নিজের পোস্টে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।

ওই পোস্ট করার ২ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিওতে একেবারে কবিতার মত করে দেশের উন্নতি’কে ব্যাখ্যা করা হয়েছে। কলকাতায় গঙ্গার নিচ দিয়ে মেট্রো থেকে শুরু করে রামেশ্বরমের সেতু কিংবা বন্দে ভারত এক্সপ্রেস সব ক্ষেত্রেই ভারত তড়তড়িয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বলে নিজের কবিতায় জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এসবের পাশাপাশি গোটা বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিভাবে নিজের পথকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন, দেশের উন্নতির স্বার্থে তা প্রকাশ করা হয় নরেন্দ্র মোদী ডট ইন- এর তরফে। নরেন্দ্র মোদী ডট ইন- এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিদেশমন্ত্রী জয় শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের ছবি প্রকাশ করা হয়। এই ছবিটিও সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *