Petrol, Diesel, পেট্রল ও ডিজেলের উপর লিটার প্রতি ২ টাকা অন্তঃশুল্ক বাড়াল কেন্দ্র

আমাদের ভারত, ৭ এপ্রিল: পেট্রল ও ডিজেলের উপর লিটার প্রতি ২ টাকা অন্তঃশুল্ক বাড়াল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। সোমবার দুপুরে একটি বিজ্ঞপ্তি দিয়ে এ কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।

সোমবার কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম ছিল ১০৫.১ টাকা। কেন্দ্রের এদিনের সিদ্ধান্তের ফলে মঙ্গলবার ৮ এপ্রিল থেকে পেট্রলের দাম লিটার প্রতি ২ টাকা বেড়ে যাবে। তা ছাড়া বাজারের উপর নির্ভর করে পেট্রলের দাম যেমন বাড়ে কমে তা অব্যহত থাকবে। অর্থাৎ মঙ্গলবার পেট্রলের দাম ১০৭.১ টাকার বেশিও হতে পারে।

সোমবার কলকাতায় পেট্রলের দাম ছিল ৯১.৮২ টাকা। তা ৮ এপ্রিল থেকে লিটার প্রতি আরও ২ টাকা বেড়ে যাবে। পর্যবেক্ষকদের অনেকের মতে, ডিজেলের দাম বাড়ার অর্থ অত্যবশ্যকীয় পণ্যেরও দাম বাড়া। কারণ জ্বালানি তথা পরিবহণ বাবদ যে অতিরিক্ত খরচ হবে তা উপভোক্তাদের থেকেই আদায়ের চেষ্টা করবেন ব্যবসায়ীরা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *