সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২ মে: প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ জেলাবাসী।তাপমাত্রা বাড়তে বাড়তে ৪৫ ডিগ্রি ছাড়িয়ে গেছে। বাড়ির বাইরে পা রাখলেই ঝলসে যাচ্ছে শরীর। অথচ কাজের জন্য বাইরে বের হতে হচ্ছে।রোদের হাত থেকে বাঁচতে মুখ ঢেকে গায়ে কাপড় জড়িয়ে বের হচ্ছেন মানুষজন। এই উত্তাপে কিছুটা স্বস্তি দিতে পুলিশের উদ্যেগে জেলাজুড়ে জলসত্রের আয়োজন করা হয়েছে। পথচারীদের হাতে ঠান্ডা জল, ওআরএস, শরবত পরিবেশন করছেন পুলিশ কর্মীরা। পুলিশের এই উদ্যোগে খুশি পথচলতি মানুষজন। এই প্রখর রোদে ঠান্ডা জল পেয়ে খুশি তারা, সেকথা পুলিশ কর্মীদের জানাতে ভোলেননি তারা।
এদিকে গতকাল এক অনুষ্ঠানের মাধ্যমে তাপপ্রবাহ, রোদ মাথায় নিয়ে কর্মরত পুলিশ কর্মীদের হাতে বিশেষ কিটস তুলে দেন পুলিশ সুপার বৈভব তেওয়ারি সহ পুলিশ আধিকিরিকরা।