কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ মে: যারা দলকে ভোট দেবেন তারা প্রত্যেকে একটি করে গাছ লাগান। রক্তদান শিবির থেকে এই বার্তাই দিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ এবং তৃতীয় বারের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব।
২ মে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব রক্তদান করে মনোনয়নপত্র জমা দিতে চলেছেন। ঘাটালের খড়ার এলাকার স্বয়ম্বর লজে সাংসদ পরিবারের পক্ষ থেকে গ্রীষ্মকালীন রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
তীব্র গরম এবং নির্বাচনের জন্য রক্তদান শিবির বেশ কমে গেছে। সাংসদ পরিবারের পক্ষ থেকে তাই এই রক্তদান শিবির বাড়তি গুরুত্ব পেল।
রক্তদান শিবিরে দেব বলেন, গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের জন্য ক্রমশ গরম বাড়ছে। আমাদের প্রত্যেককে বিশ্ব উষ্ণায়ন রোধে এগিয়ে আসতে হবে। যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন তারা প্রত্যেকে একটি করে গাছ লাগান অর্থাৎ দল যতগুলি ভোট পাবে ততগুলি বৃক্ষরোপণ করার কথা বলেন তিনি। শুধু তৃণমূল কংগ্রেস নয়, এর মধ্যে যেহেতু রাজনীতি নেই তাই বিজেপি তথা সব রাজনৈতিক দলের প্রতি তিনি এই বার্তাই দেন।
তিনি যেহেতু আজ মনোনয়ন পত্র জমা দিচ্ছেন তাই সংবাদ মাধ্যম তাঁর সাথে থাকবে, এই কারণে বিশেষ দিনটি তিনি রক্তদান করার জন্য বেছে নিয়েছেন, যাতে মানুষ রক্ত দান করার মতো মহৎ কাজে উৎসাহিত হয় এবং রক্তদান করার বার্তা পায়।