আমাদের ভারত, ২৪ ডিসেম্বর: ব্যারাকপুরের কল্যাণী এক্সপ্রেসওয়ের নৈহাটির রাজেন্দ্রপুর এলাকায় সোমবার রাতে পানশালায় গন্ডগোলের জেরে গুলি চালানোর অভিযোগ উঠল পানশালার মালিক তন্ময় ঘোষ ওরফে সনুর বিরুদ্ধে। ঘটনার পর সোমবার গভীর রাতে পানশালার মালিক তন্ময় ঘোষকে রাজেন্দ্রপুর এলাকা থেকে গ্রেপ্তার করে শিবদাসপুর থানার পুলিশ। ধৃতকে মঙ্গলবার ব্যারাকপুর আদালতে পাঠানো হয় শিবদাসপুর থানার পুলিশের পক্ষ থেকে।
গুলি চলার ঘটনায় আহত হন কাঁচরাপাড়ার বাসিন্দা শৈবাল ঘোষ নামে এক ব্যক্তি। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নৈহাটি রাজ্য সাধারণ হাসপাতাল এবং পরবর্তীকালে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়।
ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে নৈহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সনদ দে জানান, তন্ময় ঘোষ দীর্ঘদিন ধরে অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। সে রাজ্যের বিরোধী দল বিজেপির সঙ্গেও জড়িত বলেও অভিযোগ করেন বিধায়ক।
অপরদিকে এই বিষয় নিয়ে বলতে গিয়ে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য জানান, বিজেপি করলে আগ্নেয়াস্ত্রর লাইসেন্স পাওয়া যায়। আমি জানতাম না এটি সম্পূর্ণ তৃণমূলের সাজানো ঘটনা।