আমাদের ভারত, ১৩ জানুয়ারি: যেসব ব্রাহ্মণ দম্পতি চার সন্তানের জন্ম দেবেন তারা এক লক্ষ টাকা পুরস্কার পাবেন। এমনটাই ঘোষণা করেছেন মধ্যপ্রদেশের এক সরকারি বোর্ডের প্রধান বিষ্ণু রজোরিয়ার। বিষ্ণু রজোরিয়ার পদ ওই রাজ্যের মন্ত্রীর সমকক্ষ বলেই জানাগেছে। তিনি এও দাবি করেছেন, হিন্দু জনসংখ্যা বৃদ্ধি না হলে দেশদ্রোহীরা দেশ দখল করবে।
ইন্দোরে একটি কর্মসূচিতে বিষ্ণু রাজোরিয়া দাবি করেন, দেশে দেশদ্রোহীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাঁর মতে, হিন্দুরা পরিবার গঠনে নজর দিচ্ছে না বলেই এমনটা হচ্ছে। তাঁর কথায় যুব সমাজকে নিয়ে আমার অনেক আশা। প্রবীণদের থেকে বেশি আশা করা যায় না। যুবসমাজ, তোমাদের হাতে ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার ভার। তরুণরা একটি সন্তানের পরেই থেমে যান। এটা সমস্যার। আমি অনুরোধ করছি অন্তত চারটি সন্তানের জন্ম দিন।” এরপরই তিনি ঘোষণা করেন, তিনি বোর্ড প্রধান থাকুন বা না থাকুন চার সন্তানের জন্ম দিলে এক লক্ষ টাকা পাবেন দম্পতি।
পরে সংবাদমাধ্যমকে তিনি জানান, ব্যক্তিগত উদ্যোগে এই টাকা দেওয়া হবে। কেন তিনি এই পুরস্কার ঘোষণা করেছেন তা নিয়ে তাঁর বক্তব্য, তরুণরা বলেন, এখন পড়াশোনার খরচ অনেক বেশি। কোনভাবে চেষ্টা করুন। কিন্তু তা বলে সন্তানের জন্ম দেওয়া বন্ধ করলে চলবে না। নয়তো দেশদ্রোহীরা দেশ দখল করবে।
এই নিয়ে কংগ্রেস বলেছে, ভেবেচিন্তে বিষ্ণুর এ ধরনের মন্তব্য করা উচিত। জনসংখ্যা বৃদ্ধি এখন বড় সমস্যা। সন্তানের সংখ্যা কম হলেই তাদের শিক্ষা নিশ্চিত করা যাবে। মুসলিমদের সংখ্যা হিন্দুদের থেকে বেড়ে যাওয়া নিয়ে আতঙ্ক রয়েছে কারো কারো মধ্যে। এসব কাল্পনিক ভাবনা সরিয়ে সকলে ঐক্যবদ্ধ হলেই দেশের উন্নয়ন হবে।