আমাদের ভারত, ১৩ জানুয়ারি: অশোক সাউ হত্যা মামলার অন্যতম অভিযুক্ত সুমিত পাসোয়ানকে গ্রেফতার করলো পুলিশ।
দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছিল অশোক সাউ হত্যা মামলার অন্যতম অভিযুক্ত সুমিত পাসোয়ান ওরফে ভূত। খবর ছিল কখনো হাওড়া, কখনো শিয়ালদা স্টেশন চত্বরে গাড়ি ধুয়েমুছে রোজগার করছে ভূত। পাছে পুলিশ খবর পায় সেই ভয়ে নাকি চুপিচুপি দু’বার মায়ের সঙ্গে দেখাও করে সে, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে ফিরেও যায়। তাই অনেকবার তল্লাশি করার পরেও পুলিশের জালে ধরা পড়েনি সে। তাই আরও তৎপরতা বাড়ানো হয় সুমিত ওরফে ভূতকে গ্রেপ্তারের জন্য। শেষ পর্যন্ত আজ ভোরে একটি খবরের ভিত্তিতে জগদ্দল থানা এলাকায় আচমকা তল্লাশি চালায়। শেষ পর্যন্ত সুমিত পালিয়ে যেতে পারলেও জগদ্দল স্টেশনের কাছে থেকে সে গ্রেপ্তার হয়। জিজ্ঞাসাবাদ চলছে। আজ তাকে ব্যারাকপুর আদালতে তোলা হয়।