নবাগতদের মতাদর্শ ও নিয়ম মেনে বিজেপিতে কাজ করতে হবে, বললেন শুভেন্দু অধিকারী

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২৬ ডিসেম্বর:
শৃঙ্খলা ও মতাদর্শ নিয়ে দলে কাজ করতে হবে নবাগতদের বললেন শুভেন্দু অধিকারী। শনিবার হেস্টিংসে তৃণমূল ছেড়ে আসা নবাগত বিধায়কদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক করে বিজেপি। সেই বৈঠকেই তৃণমূল ছেড়ে আসা সুনীল মণ্ডল, শীলভদ্র দত্তদের এই কথা বলেন রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী। তিনি বলেন, আমরা একটা দলের থেকে এসেছি। তবে সেই দলের কোনো নিয়ম-নীতি বলে কিছু ছিল না। বিজেপি পৃথিবীর সবথেকে বড় গণতান্ত্রিক দল। এখানে কাজ করতে গেলে আগে মতাদর্শটা জানা জরুরি। না হলে বিজেপিতে কাজ করা যাবে না, বলে নবাগতদের পরামর্শ দেন শুভেন্দু অধিকারী।

শনিবার কলকাতায় হেস্টিংসে বিজেপি অফিসে প্রাক্তন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, নির্বাচন যতই এগিয়ে আসছে রাজ্যে রাজনৈতিক হিংসা তত বাড়ছে। বিজেপি কর্মীদের ওপর শাসকদলের সন্ত্রাস ক্রমশ বাড়ছে। আমাদের বহু কর্মী খুন হয়েছেন। বহু কর্মী মিথ্যে মামলায় জেলে রয়েছে। তারপরও আসন্ন বিধানসভা নির্বাচনে শাসকের চোখের উপর চোখ রেখে লড়াই করা হবে।

রাজ্যের রাজনৈতিক হিংসা নিয়ে বিজেপির সব অভিযোগ অবশ্য এদিন উড়িয়ে দিয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ওরা সব কিছুতেই নাটক করে। এরপরই পার্থ চট্টোপাধ্যায় এই ইস্যুতে সাংবাদিকদেরও কটাক্ষ করে বলেন, সারাদিন বিজেপি সাংসদ শুভেন্দু অধিকারী বা সুনীল মণ্ডল কি করল তা বলার জন্য আমি নেই। আমাকে অন্য বিষয়ে প্রশ্ন করুন। তার উত্তর আমি দিতে তৈরি। দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীকে নিয়ে সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর আমি দিতে রাজি নই বলেও জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *