আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ ডিসেম্বর:
খড়গপুর পৌরসভার জন্য বরাদ্দ অর্থ উন্নয়নের কাজে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে পুরসভার প্রশাসক কর্তৃপক্ষ। ফেব্রুয়ারি মাসের মধ্যে পৌরসভার প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন প্রকল্প শেষ করার জন্য পুরসভার সমস্ত ওয়ার্ড কো-অডিনেটরদের বলা হয়েছে।
গত বছর জুন মাসে পুরসভার মেয়াদ শেষ হতেই কাউন্সিলরদের কো-অর্ডিনেটর পদে বসিয়ে পুরসভার কাজকর্মের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু খড়গপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে রাস্তাঘাটের সমস্যা নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। তাই আগামী বিধানসভা নির্বাচনে যাতে ভোটবাক্সে তার প্রভাব না পড়ে সেজন্য নির্বাচন ঘোষণার আগেই সেগুলো সারিয়ে ফেলা প্রয়োজন বলে মনে করছে পুরসভা কর্তৃপক্ষ। এছাড়াও কাজ না করার ফলে কোনও টাকা যাতে ফেরত চলে না যায় সেদিকেও পুরসভা নজর রাখছে বলে প্রশাসক তথা বিধায়ক প্রদীপ সরকার জানিয়েছেন।