সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৭ মার্চ: জেলার সব চেয়ে উঁচু স্তম্ভে জাতীয় পতাকা উড়ল পুরুলিয়া স্টেশন চত্বরে।রেলের উদ্যোগে ১০০ ফুট উঁচু লোহার স্তম্ভতে ৩০ ফুট লম্বা এবং ২০ ফুট চওড়া জাতীয় পতাকা উত্তোলন করা হল আনুষ্ঠানিকভাবে।
মঙ্গলবার, পুরুলিয়া স্টেশন চত্বরে নব নির্মিত স্তম্ভতে জাতীয় পতাকাটি যথারীতি আইন ও নিয়ম মেনে শ্রদ্ধার সঙ্গে উত্তোলন করলেন রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগের এক চতুর্থ শ্রেণির কর্মী। যদিও পুরুলিয়ার স্টেশন ম্যানেজার চন্দ্র কিশোর মাঝি ছাড়াও বিভিন্ন বিভাগের আধিকারিক, আরপিএফ, জিআরপির আধিকারিকরাও ওই সময় উপস্থিত ছিলেন।পতাকা উত্তোলনের পর শ্রদ্ধা জানান তাঁরা। অনুষ্ঠিত হয় সমবেত জাতীয় সঙ্গীত। মূলত দেশাত্ববোধ জাগিয়ে তুলতেই বিশাল স্তম্ভে জাতীয় পতাকা উত্তোলনের উদ্যোগ নেওয়া হয় রেলের পক্ষ থেকে বলে জানা গিয়েছে।