আমাদের ভারত,১৭ মার্চ:করোনা ভাইরাসে মহারাষ্ট্রের প্রথম মৃত্যু হওয়ার পর সরকার আরোও সতর্কতা বাড়িয়ে দিল। শোনা যাচ্ছে মঙ্গলবারের ক্যাবিনেট মিটিংয়ে উদ্ধব ঠাকরে সরকার মুম্বাইয়ের লাইফ লাইন লোকাল ট্রেন কিছুদিনের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারে। সূত্রের খবর মুম্বাই লোকাল ট্রেন তিন সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হতে পারে। ভিড়ে ঠাসা লোকাল ট্রেন থেকে ভাইরাল দ্রুত ছড়াতে পারে বলেই এই ব্যবস্থা।
প্রসঙ্গত উল্লেখ্য কেরালার পর মহারাষ্ট্রেই করোনা ভাইরাসের সবথেকে বেশি প্রভাব দেখা গেছে। সেখানে এখনো পর্যন্ত ৩৯ টি পজেটিভ রিপোর্ট উঠে এসেছে। ক্যাবিনেট বৈঠকের আগেই জুহু চৌপাটি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মুম্বাইয়ে লোকাল ট্রেন বন্ধ হবে কিনা তা বৈঠকের পরই স্পষ্ট হবে। তবে স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর এই বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে। ক্যাবিনেট মিটিংয়ের পর আধিকারিকরা সিদ্ধান্ত ঘোষণা করে দেবেন।
শোনা যাচ্ছে রাজ্য সরকার বেসরকারি সংস্থাগুলোকেও আংশিক রূপে বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারে।
মহারাষ্ট্রে করোনাভাইরাস আপাতত ফেজ-২-তে রয়েছে। সরকারের লক্ষ্য পরিস্থিতি কোনোভাবেই ফেজ-৩ না পৌঁছায়। ফেজ-২ হচ্ছে বাইরে থেকে যারা এসেছেন তাদের মধ্যেই সংক্রমণ পাওয়া যাচ্ছে। আর ফেজ-৩ হচ্ছে সাধারণ মানুষের মধ্যেও সংক্রমণ পৌঁছে যাওয়া , যাকে কাবু করা অত্যন্ত মুশকিল।