Tapas Bhagat, Subodh Singh, পুলিশি ঘেরাটোপের মধ্যেই কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংয়ের গলায় উঠে এলো ব্যবসায়ী তাপস ভগতের নাম

আমাদের ভারত, ৯ আগস্ট: বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং নিজের প্রভাব ধীরে ধীরে বিস্তার করছিলেন ব্যারাকপুর শিল্পাঞ্চলে। ব্যারাকপুরে ব্যবসায়ীরা অভিযোগ তুলছিলেন জেলে বসে সুবোধ সিং টাকা চেয়ে হুমকি দিচ্ছে। শিল্পাঞ্চলের একাধিক অপরাধমূলক ঘটনার জন্য ইতিমধ্যেই সুবোধ সিংকে নিজেদের কব্জায় রেখেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। গত ৬ আগস্ট ব্যারাকপুর কোর্টে তোলা হয়েছিল তাকে। বিচারক তাকে ৫ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়। তবে নির্ধারিত সময়ের দু’দিন আগেই আজ মোহনপুর থানার পুলিশ সুবোধ সিংকে ব্যারাকপুর আদালতে পেশ করে। বিচারক আগামী ২৩ আগস্ট পর্যন্ত সুবোধ সিংকে প্রেসিডেন্সি জেলে রাখার নির্দেশ দিয়েছে।

তবে আদালত থেকে বেরোনোর সময় তাৎপর্যপূর্ণ ভাবে সুবোধ সিং বলেন, ব্যবসায়ী তাপস ভগত তার পূর্ব পরিচিত। এমনকি বিহারে ব্যবসায়িক লেনদেনের বিষয়েও তার সাথে দেখা করেছে তাপস। আমাকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। তবুও লড়াই করছি।

অন্যদিকে ব্যবসায়ী তাপস ভগৎ বলেন, সুবোধ সিং আমাকে বারবার ফোন করে টাকা চেয়ে হুমকি দিতো। এর আগে ও বলেছিল আমাকে চেনে না। এখন আবার নতুন কথা বলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *