আমাদের ভারত, ৯ আগস্ট: প্যারিস অলিম্পিকে জ্যাভলিন নিক্ষেপে রৌপ্য পদক জয় করায় নীরজ চোপড়াকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী গভীর আস্থা ব্যক্ত করে বলেন, নীরজ চোপড়ার এই সাফল্য আগামী দিনে অসংখ্য ক্রীড়াবিদকে স্বপ্ন দেখতে এবং ভারতকে গর্বিত করতে উদ্বুদ্ধ করবে।
এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছেন:
“নীরজ চোপড়া শ্রেষ্ঠত্বের নিদর্শন। বার বার তিনি নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। অলিম্পিকে তাঁর আরও একবার সাফল্য লাভে দেশ গর্বিত। রৌপ্য পদক জয়লাভ করায় তাঁকে অভিনন্দন। তাঁর এই সাফল্য আগামী দিনে অসংখ্য ক্রীড়াবিদকে স্বপ্ন দেখতে এবং ভারতকে গর্বিত করতে উদ্বুদ্ধ করবে।”