কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনে আদিবাসী কুড়মি সমাজ

সাথী দাস, পুরুলিয়া, ২৬ ডিসেম্বর: দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানাল আদিবাসী কুড়মি সমাজ। আজ থেকে টানা তিন দিন ধরে পুরুলিয়া সহ রাজ্যের বিভিন্ন জেলায় কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভ দেখাবে বলে জানাল তারা। আজ সেই আন্দোলন শুরু করল তারা।

“হাল গাড়া হামদুমি আন্দোলন” নামে দিল্লিতে কিষাণ আন্দোলনের পক্ষে ও কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আজ জয়পুরের বিভিন্ন গ্রামে লাঙ্গল উঁচিয়ে বিক্ষোভে সামিল হলেন শতাধিক কৃষক। আন্দোলন প্রায় ৫০০ গ্রামে ছড়াতে উদ্যোগী হল আদিবাসী কুড়মি সমাজ। আইন প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিল তারা।

এদিন জয়পুরের আঘরপুরে বিক্ষোভরত আদিবাসী কুড়মি সমাজের কেন্দ্রীয় যুব সভাপতি নৃপেন মাহাতো বলেন, “আমরা দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানাচ্ছি। একই সঙ্গে কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়ে পশ্চিমবঙ্গ সহ ঝাড়খণ্ডে এই আন্দোলন এক যোগে করছি। আমরা জানি, আলু পেঁয়াজের মতো চাল গমও কালোবাজারিদের দখলে চলে যাবে। সবে মিলিয়ে একটি বৃহৎ অংশের কৃষক ও কৃষিজীবী মানুষ চরম খারাপ দিনের মধ্যে পড়ে যাবেন। এটা আমরা কোনও ভাবেই মেনে নেব না।”

আদিবাসী কুড়মি সমাজের নেতা অজিত প্রসাদ মাহাতো বলেন, “কর্পোরেট দুনিয়ায় কৃষকদের ঘামঝরা ফসল চলে যাবে। কৃষকরা তো ক্ষতির মুখে পড়বেনই সাধারণ মানুষ একেবারে দুর্দিনের মুখোমুখি হবেন বলে মনে করি। তাই, আমরা চাই কৃষি আইন বাতিল হোক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *