বিজেপিতে যোগদান নিয়ে পোস্টারে ছেয়ে গেছে কৃষ্ণনগর

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৬ ডিসেম্বর: বিজেপিতে যোগদান নিয়ে পোস্টারে ছেয়ে গেল কৃষ্ণনগর এলাকা। নবাগতদের যোগদান নিয়ে পোস্টার পড়েছে কৃষ্ণনগরে। পোস্টারে বলা হয়েছে, তোমরা আসতে পারো কিন্তু তোমাদের মাথায় তুলবো না। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির অভিযোগ, তৃণমূলের থেকে এইসব করা হয়েছে।

কৃষ্ণনগরের বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টার পড়েছে। পোস্টারের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বক্তব্য। কোনও পোস্টারে লেখা রয়েছে তোমরা আসতে পারো কিন্তু তোমাদের মাথায় তুলবো না। কোনও পোস্টারে লেখা রয়েছে সর্বপ্রথম পুরনো কর্মীদের গুরুত্ব দিন। যারা দুঃসময়ে পাশে ছিল তারাই পরবর্তীতে পাশে থাকবে।আবার কোথাও কোথাও পোস্টারে লেখা আছে শহিদ হওয়া বিজেপি কর্মীদের বলিদান ও বেঁচে থাকা কর্মীদের সম্মান দিন না হলে গেরুয়া ছেড়ে তৃণমূলে যোগ দিন। আবার কোনও জায়গায় লেখা আসানসোল পারলে কৃষ্ণনগরও পারবে। দত্ত পরিবার ও চেয়ারম্যান বিজেপি হলে ভোট দেবো তৃণমূলে। এছাড়াও কোনও কোনও পোস্টারে বলা হয়েছে যদি জামা পাল্টে তৃণমূল নেতা বিজেপি হয় তাহলে লড়াই করে কি হবে?

এ প্রসঙ্গে বিজেপি যুব মোর্চার উত্তরের সভাপতি সৈকত দাস জানান, সারা রাজ্যের তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। তৃণমূল জানে ২০২১-এ এই দল থাকবে না। ২০২১ এ তৃণমূল ফিনিশ। তাই তারা মানসিক অবসাদে ভুগছে। বিকারগ্রস্ত হয়ে তাই তাদের মধ্যে পোস্টার মারার হিড়িক পড়েছে। তৃণমূলের গৌরী দত্ত, অসীম সাহার বিপক্ষ গোষ্ঠীরাই রাতের অন্ধকারে চুপি চুপি এই পোস্টারগুলো মেরেছে।

তৃণমূলের মুখপাত্র দেবাশীষ রায় বলেন, বিজেপি একটা বিভ্রান্তি সৃষ্টি করছে কৃষ্ণনগরে। কারণ কৃষ্ণনগরে ওদের কোনও জায়গা নেই। ওরা অন্ধকারে পোস্টার মেরে নিজেদের প্রাধান্য দেওয়ার চেষ্টা করছে। অন্ধকারের রাজনীতি বা অন্ধকারের পোস্টার নিয়ে আমাদের কোনও মাথাব্যথা নেই। অন্ধকারের রাজনীতি নিয়ে আমাদের দলেরও কোনও বিবৃতি নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *