আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ ডিসেম্বর: আগামী বিধানসভা নির্বাচনে এ রাজ্যে প্রতিদ্বন্ধীতা করবে মিম। আজ মেদিনীপুরের লোধাস্মৃতি ভবনে মিম এর প্রথম কর্মীসভায় রাজনৈতিক লড়াইয়ের পথ প্রশস্ত করার সূচনা করেন সংগঠনের রাজ্য নেতৃত্ব।
মিম এর রাজ্য নেতৃত্ব আনিসুর রহমান জানান, এই কর্মিসভা একটি রাজনৈতিক কর্মসূচি। ২০২১ এর বিধানসভা নির্বাচনে প্রার্থী দেওয়ার লক্ষ্যেই এদিনের কর্মিসভা। তবে কতগুলি আসনে প্রতীদ্বন্ধীতা করবে দল তা এখনই পরিষ্কার নয়। মানুষ চাইছে একটি বিকল্প রাজনৈতিক শক্তি, তাদের সেই চাহিদা পূরণ করতে মিম সক্ষম। তিনি বলেন, বিহারের থেকে বাংলার মাটি অনেক বেশি উৎকর্ষ এবং বাংলায় অনেক ভালো ফলাফল করবে মিম। নির্বাচনের প্রচারের হাতিয়ার হবে সব মানুষের সমান অধিকার কায়েম করা। তবে এখুনি জোটে যাওয়ার কোনও সিদ্ধান্ত নেয়নি দল। মিমের বর্তমান লক্ষ্য দলকে সর্বত ভাবে শক্তিশালী করা। এই কর্মিসভায় উপস্থিত ছিলেন গোলাম নবি আজাদ, ফিরোজ আহমেদ, মহম্মদ আকিল সহ অন্যান্য নেতা কর্মী সমর্থকরা।