আমাদের ভারত, ব্যারাকপুর, ১৫ জুন: শনিবার দুপুরে বেলঘড়িয়ার রথতলায় এক ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি চালালো দুষ্কৃতীরা। অল্পের জন্য রক্ষা পেলন গাড়ির শোরুমের মালিক অজয় মন্ডল ও তার চালক।
সূত্রের খবর অনুযায়ী, এদিন দুপুর ২ টো নাগাদ আগরপাড়ার দিক থেকে ডানলপের দিকে নিজের গাড়ি নিয়ে আসছিলেন তিনি। সেই সময় কিছু বুঝে ওঠার আগেই বাইকে থাকা ২ জন দুষ্কৃতী গাড়িটি ঘিরে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। প্রায় ৮ থেকে ৯ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। এরপর স্থানীয় কিছু লোকজন গুলির আওয়াজ উপেক্ষা করেই আক্রান্ত গাড়ির দিকে জড়ো হতে থাকে, তখন বাইকে করেই ২ জন দুষ্কৃতী ডানলপের দিকে পালিয়ে যায়। তবে গাড়িটি বুলেট প্রুফ হওয়ায় এদিন প্রাণে বেঁচে যান ওই ব্যবসায়ী ও তার গাড়ির চালক। এরপরেই ঘটনাস্থলে ছুটে আসে বেলঘরিয়া থানার পুলিশ। তারা এসে পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি আক্রান্ত গাড়িটি ও গাড়ির মালিক এবং চালককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ সূত্রের খবর অনুযায়ী, এলোপাথাড়ি গুলি করা হলেও গাড়িতে ৫টি গুলির চিহ্ন বর্তমান রয়েছে। আর আক্রান্ত ব্যবসায়ীকে বেশ কিছুদিন ধরে তোলা চেয়ে হুমকি ফোন করা হচ্ছিল বলেও পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এদিন তদন্তের গতি প্রকৃতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অলোক রাজরিয়া।