আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৫ জুন: মেয়ের পচা গলা মৃতদেহ আগলে বসে থাকার ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়ালো কাঁচড়াপাড়ার বিনোদনগরে ১০ নম্বর ওয়ার্ডে।
৩৬ বছরের মেয়ে টুম্পা কুন্ডুর পচা গলা মৃতদেহ আগলে গত দুই দিন ধরে বসে ছিলেন বাবা নিতাই কুন্ডু ৭৫। গতকাল রাতে প্রচন্ড দুর্গন্ধ বের হতে থাকলে প্রতিবেশীরা নিতাই কুন্ডুর বাড়ি গিয়ে তার মেয়ের খোঁজ করতে থাকেন। কিন্তু নিতাই কুন্ডু মেয়ের মৃত্যুর কথা অস্বীকার করে প্রতিবেশীদের বাড়ি থেকে চলে যেতে বলেন। তখন প্রতিবেশীরা স্থানীয় কাউন্সিলরকে সব কথা জানালে তিনি পুলিশে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছোয় বীজপুর থানার পুলিশ। অবশেষে শনিবার ভোর রাতে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।