করোনা আতঙ্কের মধ্যেই বড়সড় সম্বর্ধনা অনুষ্ঠান করে বিতর্কে জড়ালেন মন্ত্রী

আমাদের ভারত, হাওড়া, ১৫ মার্চ: করোনা আতঙ্কের মধ্যেই বড়সড় সম্বর্দ্ধনা অনুষ্ঠান করে বিতর্কে জড়ালেন মন্ত্রী অরূপ রায়। রবিবার হাওড়ার মন্দির তলায় দলের প্রবীণদের সম্বর্ধনা অনুষ্ঠান করলেন তিনি। তাদের জন্য মধ্যাহ্ন ভোজেরও আয়োজন করেন। আর এতেই মুখ্যমন্ত্রীর করোনা সচেতনতা নিয়ে উদাসীনতার প্রশ্ন ওঠে তাঁর বিরুদ্ধে।

বছর খানেক আগেই পুরনো দলীয় কর্মীদের যোগ্য সম্মান দিয়ে দলে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর নির্দেশ মত এবার পুরনো কর্মীদের দলে ফেরানোর প্রক্রিয়া শুরু করলো তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের হাওড়া জেলা (সদর) কেন্দ্রের উদ্যোগে আজ হাওড়ার মন্দিরতলায় এক অনুষ্ঠানে পুরনো কর্মীদের দলে ফিরিয়ে আনা হয়। এর পাশাপাশি তাদের যোগ্য সম্মান এবং সম্বর্ধনা দেন তৃণমূল কংগ্রেসের হাওড়া জেলা (সদর) সভাপতি মন্ত্রী অরূপ রায়। মন্ত্রী নিজে এই কর্মীদের উত্তরীয় ও ফুল দিয়ে সংবর্ধনা দেন। তিনি নিজে তাঁদের খাবার পরিবেশন করেন।

মন্ত্রী অরূপ তাদের আশ্বস্ত করেন, যদি দলের কেউ তাদের কোনও ভাবে অসম্মান করে তাহলে যেন সঙ্গে সঙ্গে তারা মন্ত্রীর ফোনে ফোন করে জানায়। অরূপ রায় বলেন, এই যোগ্য এবং পুরনো কর্মীদের দলে ফেরাতে পেরে তিনি খুবই খুশি। কিন্তু পুরাতন কর্মীদের দলের মূল স্রোতে আনতে কেন এক বছর লাগলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। পুরভোট ও বিধানসভা ভোটের জন্যই এই সব করা হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

এদিকে করণা থেকে বাঁচতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন কোনো ধরনের বড় জমায়েত এড়িয়ে চলতে। তার পরেও এদিনের সভায় বিশাল জমায়েত করে পুরনো কর্মীদের কেন দলে ফেরানোর  অনুষ্ঠান হল এনিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *