দলের সভাপতির হাত থেকে সম্মান নিলেন না তৃণমূলের পুরনো কর্মী, নেতাদের প্রতি ক্ষোভ জানিয়ে সম্মান বয়কট

আমাদের ভারত, কোচবিহার, ১৫ মার্চ: বাংলার গর্ব মমতা কর্মসূচিতে পুরনো কর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসে সংবর্ধনা নিলেন না মাথাভাঙার এক পুরোনো কর্মী। তাঁর দাবি, দলের নেতারা তাকে দেখেনি, এ দিনের কর্মসূচিতে মন্ত্রী তথা তৃণমূলের জেলা সভাপতি বিনয় কৃষ্ণ বর্মনের সামনেই ক্ষোভে ফেটে পড়েন তিনি। যদিও বিনয় কৃষ্ণ বর্মনের দাবি তার ব্যাপারে দল ভাববে।

বাংলার গর্ব মমতা এই কর্মসূচিকে কেন্দ্র করে আজ সারা রাজ্যের সাথে কোচবিহার জেলার বিভিন্ন বিধানসভা গুলিতে দলের পুরোনো কর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মাথাভাঙা বিধানসভার অনুষ্ঠানে সংবর্ধনা নিতে অস্বীকার করলেন দলের পুরোনো কর্মী শাহজাহান সিরাজ। তাঁর অভিযোগ, প্রথম থেকে তৃণমূল কংগ্রেস করলেও এবং দলের জন্য শারীরিকভাবে অক্ষম হয়ে গেল ও দল তাকে দেখেনি, তার কাজের ব্যবস্থা না করায় রীতিমতো সমস্যায় রয়েছেন তিনি। আজ মাথাভাঙ্গা বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী এবং কোচবিহার জেলা সভাপতি বিনয় কৃষ্ণ বর্মন তাকে সম্মান জানাতে গেলে তিনি তা নিতে অস্বীকার করেন। ক্ষোভে ফেটে পড়েন দলীয় নেতৃত্বের সামনেই। ওই কর্মী শাহজাহান সিরাজ বলেন “যখন তৃণমূল কংগ্রেসের মিছিল করার লোক ছিল না তখন থেকে আমি তৃণমূল কংগ্রেস করি। সিপিএমের অত্যাচারের কারণে পঙ্গু হয়েছি, কিন্তু দল আমাকে দেখেনি, সামান্য ১০০০ টাকা ভাতা পাই, দলের নেতাদের এই মনোভাবের জন্যই সংবর্ধনা নিইনি,”।

যদিও জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিনয় কৃষ্ণ বর্মনের দাবি ” শাহজাহান সিরাজ পুরনো কর্মী, সিপিএমের অত্যাচারে পঙ্গু হয়েছেন তিনি, কিন্তু তাঁর চিকিৎসার ব্যবস্থা করেছিল, চাকরি দিতে পারে না সেটা নিজেকে ব্যবস্থা করতে হয়, তবে ওর কথা দল ভাববে,”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *