রায়গঞ্জে রাস্তার ধারে পরিযায়ী শ্রমিকের রাত্রিবাসের খবর প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, স্থানান্তর করা হল কোয়ারেন্টাইন সেন্টারে

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৪ জুন:
রাস্তার ধারে ত্রিপলের তলায় পরিযায়ী শ্রমিক রাজু সরকারের রাত্রিবাসে খবর প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন। প্রশাসনিক উদ্যোগে রায়গঞ্জ ষ্টেডিয়ামের কোয়ারেন্টাইন সেন্টারে স্থানান্তর করা হল। পৌরসভার উদ্যোগে আজ ওই এলাকা স্যানিটাইজ করা হয়। ভেঙ্গে ফেলা হল রাজু সরকারের অস্থায়ী ঘর। রাজুবাবুকে সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে আসায় সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানালেন।

গত রবিবার রায়গঞ্জের দেবীনগরের বাসিন্দা রাজু সরকার গুজরাট থেকে রায়গঞ্জে ফেরেন। রায়গঞ্জ ষ্টেডিয়ামে স্বাস্থ্য পরীক্ষার পর তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছিলেন স্বাস্থ্যকর্মী। রাজুবাবুর পরিবারে একটি ছোট্ট বাচ্চা থাকায় তাকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। তাকে সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে পাঠাবার জন্য রাজুবাবু রায়গঞ্জ পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ সাহার দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু অভিজিৎবাবু তার আবেদন সাড়া দেন। তাকে একটি ত্রিপল দিয়ে বাড়ির পাশে ত্রিপল খাটিয়ে থাকার পরামর্শ দিয়েছিলেন। রায়গঞ্জের দেবীনগরে একটি রাস্তার ধারে জঙ্গলের পাশে ত্রিপল খাটিয়ে অন্ধকারের মধ্যে তার জীবন কাটছিল।গতকাল এই খবর প্রকাশের পর নড়েচড়ে বসে প্রশাসন।তড়িঘড়ি করে তাকে রায়গঞ্জ পৌরসভার অধীনস্ত রায়গঞ্জ ষ্টেডিয়ামে কোয়ারেন্টাইন সেন্টারে স্থানান্তর করা হয়।সংবাদ মাধ্যমের এই ভূমিকায় উচ্ছ্বসিত রাজুবাবু। তিনি জানান, সংবাদ মাধ্যম তার পাশে না দাঁড়ালে তিনি এই সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে আসতে পারতেন না না। সংবাদ মাধ্যমকে অভিনন্দন জানিয়েছেন রায়গঞ্জ পৌরসভার পৌরপতি সন্দীপ বিশ্বাস।

স্থানীয় কাউন্সিলর অভিজিৎ সাহা জানান, প্রশাসনিক তৎপরতায় রাজুবাবুকে দ্রুত ষ্টেডিয়ামে স্থানান্তর করা হয়েছে। এলাকায় আতঙ্ক থাকায় আজ সেখানে স্যানিটাইজ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *