আমাদের ভারত, মেদিনীপুর, ৪ জুন: বেলদা থানার বড়মোহনপুর গ্রামে বৃহস্পতিবার সকালে সুশীল মাইতির বাড়ির উঠান থেকে একটি অসুস্থ পেঁচা উদ্ধার করেছে বনদপ্তর। পেঁচাটির ঠোঁটের উপরে আঘাত থাকায় উড়তে পারছিল না। সেটিকে ধরে সঙ্গে সঙ্গে খাঁচা বন্দি করে খবর দেওয়া হয় বনদপ্তরের বেলদা ফরেস্ট অফিসে।
সুশীল বাবু ছেলে চায়ন মাইতি জানান, “বাড়িতে এই নিয়ে দ্বিতীয়বার পেঁচা উদ্ধার হল।গতবছর ২ জানুয়ারি এইরকম একটি পেঁচা উদ্ধার হয়েছিল। কাকতালীয়ভাবে তার আগের দিন আমার ভাইয়ের একটি মেয়ে হয়েছিল। তারপর বাড়িতে পেঁচা আসায়, বাড়িতে শুভ ভেবে আমরা খুব আনন্দ পেয়েছিলাম। এবছর আবার দ্বিতীয়বার এই পেঁচা উদ্ধার হল। গতবারের মতো এবারও আমরা বেলদা বন বিভাগে এই পেঁচাটিকে দিয়ে দিয়েছি।
বেলদা বনবিভাগের ফরেস্ট গার্ড কিঙ্কর চন্দ ও দেবাশীষ রাউত দুইজন কর্মচারি মিলে ওই পেঁচাটিকে খাঁচা বন্দি করে নিয়ে যান। বনকর্মী কিংকর চন্দ্র জানান, “পেঁচাটি পূর্ণবয়স্ক লক্ষ্মীপেঁচা। ঠোঁটের দিকে আঘাত লাগার কারণে সামান্য অসুস্থ রয়েছে। দিনের আলোতে পেঁচারা ঠিকঠাক দেখতে পায় না। দিনের আলোতে হয়তো কোনও কাক একে আঘাত করেছে।আমরা বর্তমানে পেঁচাটিকে নিয়ে গিয়ে চিকিৎসার পর ছেড়ে দেবো।