পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৭ মার্চ: কোলাঘাট থানা এলাকার বিভিন্ন স্থানে নতুন করে সরকারি মদের দোকানের লাইসেন্স দেওয়ার প্রতিবাদ, মাদক দ্রব্য বন্ধ করা সহ এলাকায় সুস্থ সাংস্কৃতিক পরিবেশ বজায় রাখার দাবিতে আজ ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও, যুব সংগঠন এআইডিওয়াইও, মহিলা সংগঠন অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের কোলাঘাট ব্লক শাখার পক্ষ থেকে কোলাঘাট থানার ওসি’র কাছে ডেপুটেশন দেওয়া হয়।
ডেপুটেশনে নেতৃত্ব দেন মহিলা সংগঠনের জেলা নেত্রী প্রতিমা জানা, ছাত্র সংগঠনের জেলা সভাপতি শুভজিৎ অধিকারী, যুব সংগঠনের জেলা নেতা সঞ্জয় মান্না ও রমা দাস, মাধুরী ঘাঁটা, গৌতম সামন্ত।
ওসি রাজু কুন্ডু দাবিগুলির যৌক্তকতা স্বীকার করে প্রতিনিধি দলকে জানান, উপরোক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।