আমাদের ভারত, ব্যারাকপুর, ২৭ মার্চ: বুধবার রাতের প্রাক্তন সাংসদ অর্জুন সিং- এর বাড়ির সামনে বোমা-গুলির ঘটনায় অর্জুন সিং’কে ডেকে পাঠালো পুলিশ। পাল্টা এফআইআর করছেন বিজেপি নেতা। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি কোনো পকেটমার নন, তাই যাবেন না।
জগদ্দলের মজদুর ভবনেই থাকেন ব্যারাকপুরের প্রাক্তন সংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। সেখানেই গতকাল রাতে বোমা ও গুলি চালানোর ঘটনা ঘটেছে। প্রাক্তন সংসদের বাড়ির আশেপাশে পুলিশ প্রশাসনের তরফ থেকে লাগানো হয়েছে একাধিক উন্নতমানের সিসিটিভি ক্যামেরা। তবুও প্রাক্তন সংসদের কার্যালয়ের সামনে একের পর এক বোমা ও গুলির ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। আজ ভোররাতে বোমা ও গুলির ঘটনায় প্রাক্তন সংসদ অর্জুন সিং’কে নোটিশ পাঠায় জগদ্দল থানার পুলিশ। আজ সকাল চারটের সময় ই- মেইলে ও লিখিত আকারে অর্জুন সিং’কে নোটিশ পাঠায় পুলিশ। সকাল ১০টায় তাকে জগদ্দল থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
বিজেপি নেতা অর্জুন সিং বলেন, আমাকে নোটিশ দিয়ে ডাকা হচ্ছে। পুলিশের সামনেই বোমা ও গুলি চলল পুলিশ আমাকেই নোটিশ পাঠাচ্ছে। পুলিশ মমতা ব্যানার্জির দলদাস হয়ে কাজ করছে। আমি চাই পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ জনসমক্ষে প্রকাশ করুক।এই কম সময়ের মধ্যে তিনি হাজিরা দিতে যাবেন না বলে জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে জগদ্দল থানা ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা ঘিরে রেখেছে।
তবে এই গোটা ঘটনায় জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের দাবি, মেঘনা মিল ঘিরে কোনো গণ্ডগোল চলছে, তার জন্য অর্জুন সিং নিজে দাঁড়িয়ে থেকে পুরো ঘটনা ঘটিয়েছে। অর্জুন সিং- এর দলবল সব করেছে। আর এখন অর্জুন সিং মিথ্যে বলছেন।