আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৭ মার্চ: সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল ও কলেজের দেওয়ালে জ্বলজ্বল করছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার ও শ্লোগান। ৪৮ ঘণ্টার মধ্যে সরকারি প্রতিষ্ঠানে থাকা রাজনৈতিক লেখা ও ব্যানার খুলে ফেলার নির্দেশ নির্বাচন কমিশনের।
শনিবার ২০২৪ সালের লোকসভা ভোট ঘোষণা হতেই দেশজুড়ে জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণ বিধি। এর জেরে গতকাল জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে শহর ও শহরতলীর বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার, ফেস্টুন খুলে দেওয়া হয়েছিল। এদিন সকাল থেকে সদর ব্লক প্রশাসনের উদ্যোগে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানে থাকা রাজনৈতিক দলের দেওয়াল লিখন সাদা রঙ দিয়ে মুছে ফেলার পাশাপাশি সরকারি জায়গায় টাঙানো পোস্টার ও ব্যানার খুলে দেওয়ার কাজ শুরু করলো এমসিসি টিম। শহরের বাবু পাড়া, থানা মোড়, ডিবিসি রোড সহ বিভিন্ন জায়গায় এই কর্মসূচি চলে। জেলাজুড়ে প্রত্যেক ব্লকের হাট-বাজার ও সরকারি প্রতিষ্ঠানের থাকা শাসক ও বিরোধী রাজনৈতিক দলের ব্যানার ও দেওয়াল লিখন মুছে ফেলার কাজ শুরু হল আজ থেকে। এরপর অনুমতি না নিয়ে বাড়ির দেওয়াল ও বেসরকারি সংস্থায় থাকা পোস্টার-ব্যানার খুলে ফেলা হবে।
এমসিসি টিমের সদস্য শুভাশিস সাহা বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশ ৪৮ ঘণ্টার মধ্যে সরকারি প্রতিষ্ঠানের থাকা বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার, ব্যানার খুলে ফেলতে হবে ও দেওয়াল লিখন মুছে দিতে হবে।