Bankura, Press Club, golden jubilee, বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ উৎসবের সূচনা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৭ মার্চ: সারাদিন ধরে নানা অনুষ্ঠানের মাধ্যমে বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সুবর্ণ জয়ন্তী উৎসবের সূচনা হলো আজ। এই উপলক্ষে গান্ধী বিচার পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বিশিষ্ট সাংবাদিক অশোক সেনগুপ্ত ও বিশিষ্ট সাংবাদিক প্রজ্ঞানন্দ চৌধুরী গণমাধ্যমে সাংবাদিকদের স্বাধীনতা ও গণমাধ্যমে কর্মীসংগঠনের ভূমিকা বিষয়ে নানা তথ্য সহকারে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠান উপলক্ষে সকালে প্রেস ক্লাবের নিজস্ব ভবন রামানন্দ ভবনের সম্মুখে প্রতিষ্ঠিত বিশ্ববরেণ্য সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান ও মশাল দৌড়ের আয়োজন করা হয়। দৌড় শেষে গান্ধী বিচার পরিষদে প্রদীপ প্রজ্বলেনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড: গৌতমবুদ্ধ সুরাল, পৌরপ্রধান অলকা সেন মজুমদার সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

এদিন লোকসংস্কৃতি গবেষক ভরত মাহাতো, ভোরাই সাহিত্য পত্রিকার সম্পাদক সুবলদত্ত, কবি ও প্রাবন্ধিক আশিস কুমার নন্দীকে সম্বর্ধনা জানানো হয়। এছাড়াও এদিন রবীন্দ্র সঙ্গীত, ঝুমুর, লোকসঙ্গীত, আবৃত্তি, কবিতা পাঠের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বসে আঁকো প্রতিযোগিতায় স্হানাধিকারিদের পুরস্কৃত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *